Jio-র 555 টাকার প্রিপেইড প্ল্যান vs Vi-র 558 টাকার প্রিপেইড প্ল্যান, কে দিচ্ছে বেশি সুবিধা? কোনটি কিনবেন?

reliance jio 555 vs vi 558 prepaid recharge plans benefits compared

টেলিকম সংস্থাগুলি একে অপরকে টেক্কা দিতে গ্রাহকদের উদ্দেশ্য নিয়ে এসেছে ঝুলি ভর্তি অসাধারণ রিচার্জ প্ল্যানস। আজকে আপনাদের জানাবো, Vi 558 টাকার প্ল্যান এবং ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা Jio-র 555 টাকার প্ল্যানের ব্যাপারে। চলুন জেনে নেওয়া যাক এই দুটি প্রিপেইড রিচার্জ প্ল্যানের মধ্যে কোনটি বেশি সুবিধা প্রদান করছে।

Vi-র 558 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান

এই প্ল্যান টিতে আপনি পেয়ে যাবেন যে কোনো নেটওয়ার্কে Unlimited Voice Call এর সুবিধা। একই সাথে থাকছে প্রতিদিনের জন্য 100 টি SMS ব্যবহারের সুবিধা। এরই সাথে থাকছে 3GB Data প্রতিদিনের জন্য। এছাড়াও রয়েছে Binge All Night পরিষেবা। যেখানে আপনি রাত্রি 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত নির্ভাবনায় Unlimited Data ব্যবহার করে Movies, Live Stream উপভোগ করতে পারবেন। এবং এক্ষেত্রে আপনার নির্ধারিত Data থেকে কোনরকম Data কাটা হবে না। 

এখানেই শেষ নয়, রয়েছে Weekend Data Rollover এর সুবিধা। যেখানে আপনি আপনার না ব্যবহার করা Data সপ্তাহের শেষে ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। একই সাথে Vi Movies, TV VIP, Premium Movies, Originals, live TV, News বিনামূল্যে দেখার সুযোগ থাকছে। এই প্ল্যানের বৈধ্যতা 56 দিন। 

Jio-র 555 টাকার প্রিপেইড প্ল্যান

Jio-র এই প্ল্যান টিতে থাকছে যে কোন নেটওয়ার্কে Unlimited Voice Calls এর সুবিধা। এরই সাথে পেয়ে যাবেন পুরো 126 GB Data। অর্থাৎ প্রতিদিন 1.5 GB Data। একই সাথে পাবেন প্রতিদিন 100 টি SMS ব্যবহারের সুবিধা। এই প্ল্যানটির মধ্যে আপনি পেয়ে যাবেন Jio Apps Subscription।

জানেন কি : স্মার্টফোনেরই একটা অংশ খুলে নিয়ে হয়ে যাবে স্মার্টওয়াচ, এমন অদ্ভুত পেটেন্ট ফাইল করেছে স্যামসাং

অর্থাৎ আপনি Jio Cinema, Jio news, Jio TV-র মতো Apps সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন। প্ল্যানটির বৈধ্যতা থাকছে 84 দিন। এই Plans টিতে কোনো ধরনের Weekend Data Rollover এর সুবিধা থাকছে না।

কোন প্ল্যানটি আপনার জন্য ভালো হবে? 

প্ল্যান দুটির মধ্যে আপনার প্রত্যেকদিন যদি বেশি বেশি ডেটার প্রয়োজন হয় তাহলে Vi এর প্ল্যানটি আপনি নিতে পারেন। যেখানে আপনি 3 GB ডেটা পেয়ে যাবেন প্রতিদিন। তার সাথে এর মধ্যে Binge all Night-এর সুবিধাও পাবেন। আপনি যদি রাত্রে অত্যধিক ইন্টারনেট ব্রাউজ করেন তাহলে এই প্ল্যানটিও আপনার জন্য খুব ভালো হবে।

জানেন কি : খুব সহজেই Google Maps ব্যবহার করে Real Time Location শেয়ার করুন, জেনেনিন গুগল ম্যাপস লোকেশন শেয়ারিং সম্পর্কে খুঁটিনাটি

অপরপক্ষে রিলায়েন্স জিওর প্ল্যানে এই সুবিধা পাবেন না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে Vi-এর প্ল্যানে আপনি পেয়ে যাবেন 56 দিনের বৈধ্যতা। অপরদিকে Jio-র প্ল্যানে আপনি পাবেন 84 দিনের বৈধ্যতা।

দৈনন্দিন জীবনের যদি আপনি নরমাল ডেটা ব্যবহার করেন তাহলে Jio-র প্ল্যান আপনার জন্য আদর্শ হবে। এর ভ্যালিডিটিও বেশি। অন্যথায় Vi-এর প্ল্যান আপনি নিতে পারেন। তাই অবশ্যই এই সুবিধাগুলো মধ্যে কোনটা আপনার সব থেকে বেশি প্রয়োজন তার উপরই ডিপেন্ড করছে আপনি কোন প্ল্যানটি বেছে নেবেন। 

শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।