দুর্দান্ত স্পেসিফিকেশনের সাথেই লঞ্চ হয়ে গেল Redmi Note 11 এবং Redmi Note 11S স্মার্টফোন দুটি, চলুন দেখে নেওয়া যাক সমস্ত স্পেসিফিকেশনস, দাম ও সেল ডেট সমস্ত কিছু বিস্তারিত ভাবে

redmi note 11 redmi note 11s

অপেক্ষা ছিল বহুদিনের। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজকেই ভারতের বাজারে লঞ্চ করা হয়ে গেল রেডমির দুটি দারুণ স্মার্টফোন। এগুলি হল Redmi Note 11 এবং অপরটি Redmi Note 11S। আর তার সাথে লঞ্চ করে দেওয়া হয়েছে রেডমি স্মার্ট ব্যান্ড প্রো-ও। আজকে আমরা প্রথমেই দেখে নেব এই দুটি স্মার্টফোন সম্পর্কে সমস্ত কিছুই বিস্তারিত ভাবে। প্রথমে দেখে নেওয়া যাক Redmi Note 11 এবং Redmi Note 11S-এর স্পেসিফিকেশন্স। 

Redmi Note 11 এবং Redmi Note 11S-এর স্পেসিফিকেশন্স

Redmi Note 11 এবং Redmi Note 11S এই দুটি ফোনের মধ্যেই রয়েছে 6.43 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এর মধ্যে পাওয়া যাবে এইচডি প্লাস রেজোলিউশন। দুটো ফোনের মধ্যেই 90Hz-এর Refresh Rate পেয়ে যাবেন। পাওয়া যাবে 1000nits এর পিক ব্রাইটনেস। তার সাথে DCI-P3 কালার গ্যমুট। এবার আসি এই স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে। Redmi Note 11 এর মধ্যে পাওয়া যাবে কোয়াড ক্যামেরা সেটআপ।

এর প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের। তার সাথে পাবেন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। আর Redmi Note 11S এর মধ্যেও পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 108 মেগাপিক্সেল এর এবং তার সাথে 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে এবং রয়েছে 2 মেগাপিক্সেল করে ডেফথ ও ম্যাক্রো সেন্সর।

এবার আসি এই দুটো স্মার্টফোনের সেলফি ক্যামেরার ব্যাপারে। Redmi Note 11 স্মার্টফোনের মধ্যে পাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর Redmi Note 11S স্মার্টফোনটির মধ্যে পাবেন 16 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। এবার দেখে নেব এই স্মার্টফোন গুলির প্রসেসর কেমন রয়েছে। Redmi Note 11 স্মার্টফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 660 প্রসেসর। 

আর Redmi Note 11S-এর মধ্যে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G96 প্রসেসর। এরই সাথে দুটো স্মার্টফোনেই পাওয়া যাবে LPDDR4X RAM ও UFS2.2 স্টোরেজ। ব্যাটারি হিসাবে এই দুটো স্মার্টফোনেই 5000mAh ব্যাটারি পাওয়া যাবে এবং তার সাথে পাওয়া যাবে 33W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট। রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Face Unlock এর সুবিধা পাবেনই।

জেনেনিন : Bajaj নিয়ে আসছে তিন চাকার Electric Auto, থাকছে এই সব চমক

সাথে পাবেন মাইক্রো এসডি কার্ড সাপোর্ট। Hi-Res অডিও সার্টিফিকেশনস পেয়ে যাবেন ডুয়েল স্পিকার এর ক্ষেত্রে। রয়েছে ব্লুটুথ 5.0 এর সাপোর্ট। সকল গুরুত্বপূর্ণ সেনসরই এই দুটো স্মার্টফোনের মধ্যে রয়েছে। এবার দেখে নেব এই স্মার্টফোন গুলির দাম সম্পর্কে খুঁটিনাটি। 

Redmi Note 11 এবং Redmi Note 11S এর দাম এবং সেল ডেট 

Redmi Note 11 স্মার্টফোনটি 4GB-64GB এবং 4GB-128GB এবং 6GB-128GB এই তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। তার মধ্যে 4GB-64GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 13,499 টাকা। 4GB-128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 14,999 টাকা। আর 6GB-128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 15,999 টাকা।  

এবার দেখে নেওয়া যাক Redmi Note 11S এর দাম এবং সেল ডেট সম্পর্কে বিস্তারিত। Redmi Note 11S স্মার্টফোনটি 6GB-64GB, 6GB-128GB এবং 8GB-128GB এই তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। তারমধ্যে 6GB-64GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 16,499 টাকা। 6GB-128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 17,499 টাকা এবং 8GB-128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 18,499 টাকা।

দুটো ফোনই Space Black, Polar White এবং Horizon Blue এই তিনটি কালার ভেরিয়েন্টে উপলব্ধ হবে। কিনতে পাওয়া যাবে ফেব্রুয়ারির 21 তারিখ থেকে। এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!