Redmi Note 10S যখন লঞ্চ করা হয়েছিল তখন তার মধ্যে তিনটে কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল ছিল। সেগুলো হলো Frost White, Shadow Black এবং Deep Sea Blue। এবার এই তিনটে কালারের সাথে সাথে নতুন এক কালার সংযোজন করতে চলেছে রেডমি। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে শাওমি গ্লোবাল পোস্ট করেছে। কালারটির নাম তারা দিয়েছে Starlight Purple। এই কালারটা দেখতে অসাধারন লাগছে।
Redmi Note 10S-এ আসছে এই চোখ ধাঁধানো কালার
Redmi Note 10S-এ যে কালারটা নিয়ে আসা হচ্ছে সেটা রীতিমতো অসাধারণ লাগবে আপনার। আমাদের তো দারুন লেগেছে। এই কালারের নাম রেডমি দিয়েছে স্টারলাইট পারপেল। গ্লোবাল মার্কেটে এই কালার আসছে সেটা তো নিশ্চিত হয়ে গেছে।
কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি ভারতের মার্কেটে এই কালার আসবে কিনা। মনে করা হচ্ছে অন্য কোন ফোনেও হয়ত এই কালার ইন্ট্রোডিউস করে দেওয়া হতে পারে ভারতীয় মার্কেটে।
তবে কালার সংযোজন হলেও স্পেসিফিকেশন্স একই থাকছে। Redmi Note 10S এর মধ্যে থাকছে 6.43 ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে। 6GB-64GB এবং 6GB-128GB এই দুটি স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে এই স্মার্টফোনটির।
জেনেনিন : Google Chrome ব্যবহার করেন? এই কাজটি করুন, না হলে হ্যাক হয়ে যেতে পারে আপনার ডিভাইস
থাকবে MediaTek Helio G95 চিপসেট। ক্যামেরার কথা বলতে গেলে এর মধ্যে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের। সাথে রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও তার সাথে 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। রয়েছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি হিসেবে এই স্মার্টফোনে রয়েছে 5000mAh এর ব্যাটারি। 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির কথা বলতে গেলে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও AI ফেস আনলক। এই স্মার্টফোনটি IP68 ওয়াটার রেসিস্টেন্স।