আবার দাম বাড়ল Redmi Note 10 Pro এর, জেনেনিন বিস্তারিত

redmi note 10 pro price hiked

আমরা সকলেই জানি Xiaomi সংস্থা অনেক আগেই লঞ্চ করে দিয়েছিল Redmi Note 10 মডেল। যা গ্রাহকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। কিন্তু সম্প্রতি এই Redmi Note 10 সিরিজের Redmi Note 10 Pro স্মার্টফোনটির দাম বেড়ে গেল। যা নিঃসন্দে গ্রাহকদের কাছে একটি খারাপ খবর। এই স্মার্টফোনটির স্পেসিফিকেশনও অত্যন্ত ভালো। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির বিবরণ।

Redmi Note 10 Pro এর স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 16.9 cm ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে। সাথে থাকছে 120Hz refresh rate।Redmi Note 10 Pro  থাকছে Qualcomm Snapdragon 732G প্রসেসর। যা নিঃসন্দেহে খুব একটা ভালো প্রসেসর। এটিতে আপনি পেয়ে যাবেন 5020 mAh এর অসাধারণ ব্যাটারি। এরই সাথে রয়েছে 33W এর ফাস্ট চার্জিং এর সুবিধা।

এছাড়াও পেয়ে যাবেন (64+5+8+2) সেটআপ এ অসাধারণ কোয়াড ক্যামেরা যার মধ্যে রয়েছে 64MP primary sensor, 8MP ultra-angle-wide sensor with, 5MP tele-macro sensor এবং 2MP depth sensor। একই সাথেই রয়েছে 16 MP সেলফি ক্যামেরা। 

বর্তমানে স্মার্টফোন টি কত দামে পাওয়া যাবে? 

বর্তমানে আপনি এটি বিভিন্ন ভেরিয়েন্ট এ পেয়ে যাবেন। (6GB+128GB) দাম ছিল 16,999 টাকা কিন্তু বর্তমানে এর দাম বেড়ে হলো 17,499 টাকা। এছাড়াও (8GB+128GB) দাম 18,999 টাকা। এরই সাথে এর বেসিক ভেরিয়েন্ট অর্থাৎ (6GB+64GB) দাম 15,999 টাকা।

জেনে নিন : Flipkart-এ শুরু হয়ে গেল POCO Days সেল, POCO স্মার্টফোনে পাবেন হিউজ ডিসকাউন্ট, জেনেনিন বিস্তারিত এখানে

এই স্মার্টফোনটি Dark Night, Vintage Bronze, এবং Glacial Blue Color ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আপনি যদি এই স্মার্টফোনটি এখনো না কিনে থাকেন এবং যদি কিনে থাকার কথা ভাবেন তাহলে এখন থেকে আপনাকে দিতে হবে সামান্য কিছু বাড়তি মূল্য। বর্তমানে আপনি Amazon এবং Mi website থেকে এই স্মার্টফোনটি কিনতে পারবেন।