লঞ্চ হতে চলেছে বহুপ্রতিক্ষিত Redmi Note 10 সিরিজ। এই বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই রেডমি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট চালিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই এই সিরিজ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। এটাও জানতে পেরেছি তিনটি স্মার্টফোন লঞ্চ করবে Redmi- Redmi Note 10, Redmi Note 10 Pro এবং Redmi Note10 Pro Max। এরই মধ্যে আমরা জানিয়েছিলাম Redmi Note 10 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশনস সম্পর্কেও।
এবার জানা গেল Redmi Note10 Pro Max এর সম্ভাব্য স্পেসিফিকেশনস। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে লিকস্টার ইশান আগারওয়াল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাঁর করা পোস্ট থেকে Redmi Note10 Pro Max স্মার্টফোন সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারছি।
কি কি স্পেসিফিকেশনস থাকবে এই Redmi Note10 Pro Max স্মার্টফোনটিতে?
ইশান আগারওয়ালের মতামত অনুযায়ী Redmi Note10 Pro Max এই স্মার্টফোনটিতে থাকবে 6.67 ইঞ্চের AMOLED ডিসপ্লে। এর রিফ্রেশ রেট হবে 120Hz এর। সাথে থাকবে কোয়ালকম স্নাপড্রাগণ 732G প্রসেসর।
Redmi Note10 সিরিজে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকবে। এমনটাই শাওমি জানিয়েছিল অনেকদিন ধরেই। তাই এটা মনে করাই যায় Note10 সিরিজের সর্বোচ্চ স্পেসিফিকেশনস যুক্ত স্মার্টফোনে থাকবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। সাথে পাবেন 8 মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেনসর। থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ব্যাটারির কথা বলতে গেলে থাকছে 5020mAh এর ব্যাটারি। 33W-র চারজিং সাপোর্ট থাকবে। থাকবে স্টিরিও স্পিকার। এখানে থাকবে IR Blaster, Gorilla Glass 5 এর প্রটেকশন ও IP52 ওয়াটার রেসিস্টেন্ট। তার সাথে থাকবে Matt Glass ব্যাক।
আপাতত স্মার্টফোনে এই সমস্ত স্পিসিফিকেশনস গুলি থাকবে বলে মনে করা হচ্ছে। সঠিক স্পেসিফিকেশনস বা ফাইনাল স্পেসিফিকেশনস কি হবে সেটা জানার জন্য আমাদের ওয়েট করতে হবে আগামীকাল পর্যন্ত। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।