দুঃস্বপ্ন যেন পিছু ছাড়ছে না Redmi লাভারদের। এবার পঞ্চম বারের জন্য দাম বৃদ্ধি করে দেওয়া হল Redmi Note 10 স্মার্টফোনটির। তাই আপনি যদি এই স্মার্টফোনটা কেনার কথা ভাবছেন, অবশ্যই বিস্তারিত জেনে নিন।
এই নিয়ে পাঁচবার দাম বাড়ানো হল Redmi Note 10 এর
Redmi Note 10 এর দাম শুরু হয়েছিল 11,999 টাকা থেকে। আর এই দাম ছিল বেস ভেরিয়েন্ট এর। অর্থাৎ 4GB-64GB মডেলের। এই বেস ভেরিয়েন্ট এর দাম পঞ্চম বারের জন্য বেড়ে গিয়ে হল 13,999 টাকা। আর তার সাথে 6GB RAM ভেরিয়েন্ট এর দাম বেড়ে হল 15,499 টাকা। লঞ্চের সময় 6GB RAM ভেরিয়েন্টের দাম ছিল 13,999 টাকা।
আর এই দামবৃদ্ধি যেন ভীতিপ্রদ হয়ে উঠেছে সকল রেডমি লাভারদের জন্য। একবার, দুইবার নয়। এই নিয়ে পাঁচবার। আর এজন্যই অনেকে কোম্পানিকে দুষতেও ছাড়ছেন না।
এক নজরে দেখে নেওয়া যাক Redmi Note 10 এর স্পেসিফিকেশন্স
Redmi Note 10 এই স্মার্টফোনটি তে আপনি পাবেন 6.43 ইঞ্চির Super AMOLED Display। তার সাথে 5000mAh এর ব্যাটারি রয়েছে। চার্জ দেওয়ার জন্য বক্সের মধ্যে পাবেন 33W এর ফাস্ট চার্জার। এর মধ্যে পাওয়া যাবে Quad Camera সেটআপ। যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেলের। তার সাথে থাকবে 8 মেগাপিক্সেলের এর আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স। সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল এর Depth Sensor পেয়ে যাবেন।
আর রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা 3.54mm পাঞ্চ হোলের মধ্যে রাখা রয়েছে। প্রসেসর হিসাবে Qualcomm Snapdragon 678 থাকছে। এছাড়াও আছে Hi-Res সার্টিফায়েড Dual Stereo Speakers। Z Axix ভাইব্রেশন মোটর পাবেন। রয়েছে Side Mounted Fingerprint Sensor। তিনটে কালার ভেরিয়েন্ট এই স্মার্টফোনে আপনি পাবেন- Shadow Black, Aqua Green এবং Frost White। 3.5mm হেডফোন জ্যাক রয়েছে।