লঞ্চ হয়ে গেল Redmi Note 10 সিরিজ, জেনে নিন দাম, স্পেসিফিকেশনস ও সেল ডেট

redmi launched redmi note 10 series today specifications price saledate

ভারতের বাজারে লঞ্চ করা হয়ে গেল Redmi Note 10 সিরিজের স্মার্টফোনের গুলি। Redmi Note 10,Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Max এই তিনটি স্মার্টফোন লঞ্চ করে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনে কোন কোন স্পেসিফিকেশনস গুলো পাবেন।

Redmi Note 10

Redmi Note 10 এই স্মার্টফোনটি তে আপনি পাবেন 6.43 ইঞ্চির Super AMOLED Display। পাবেন Gorilla Glass এর প্রটেকশন। আর তার সাথে 5000mAh এর ম্যাসিভ ব্যাটারি রয়েছে এই স্মার্টফোনে। এই ব্যাটারি কে চার্জ দেওয়ার জন্য বক্সের মধ্যে পাবেন 33W এর ফাস্ট চার্জার। যেটা এই ডিভাইসকে 0-100% চার্জ করে দেবে 74 মিনিটের মধ্যে। আর মাত্র 30 মিনিটে করে দেবে 0-67% চার্জ।

স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন Quad Camera সেটআপ। যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেলের। তার সাথে থাকবে 8 মেগাপিক্সেলের এর আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স। সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল এর Depth Sensor পেয়ে যাবেন।

আর রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা 3.54mm পাঞ্চ হোলের মধ্যে রাখা রয়েছে। আপনি Qualcomm Snapdragon 678  প্রসেসর পাবেন। পাবেন ADRENO 612 GPU। এছাড়াও পাবেন  Hi-Res সার্টিফায়েড Dual Stereo Speakers। Z-Axix ভাইব্রেশন মোটর পাবেন। রয়েছে Side Mounted Fingerprint Sensor। 

তিনটে কালার ভেরিয়েন্ট এই স্মার্টফোনে আপনি পাবেন- Aqua Green, Shadow Black এবং Frost White। 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। 

Redmi Note 10 Pro

Redmi Note 10 Pro স্মার্টফোন আপনি পেয়ে যাবেন 6.67 ইঞ্চির Super AMOLED Display। এর রিফ্রেশ রেট 120Hz এর। পাবেন Corning Gorilla Glass 5 এর প্রটেকশন। 

পেয়ে যাবেন 5020mAh এর ব্যাটারি এবং এই ব্যাটারীতে চার্জ দেওয়ার জন্য থাকছে 33W এর ইনবক্স চার্জার। যেটা মাত্র 30 মিনিটে 0-57% পর্যন্ত চার্জ দিয়ে দেবে এবং মাত্র 74 মিনিটে 0-100% চার্জ করে দেবে এই স্মার্টফোন কে। এখানে পেয়ে যাবেন Hi-Res সার্টিফায়েড Dual Stereo Speakers এবং তার সাথে Side Mounted Fingerprint Sensor। রয়েছে Z-Axis ভাইব্রেশন মোটর। যেটা আপনাকে খুব সুন্দর হ্যাপটিক ফিডব্যাক দেবে। 

জেনে নিন : আর মাত্র কয়েক দিন পরেই লঞ্চ হতে চলেছে Asus ROG Phone 5, কেমন হতে পারে এই স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেসন্স?

ক্যামেরার কথা বলতে গেলেই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন Quad Camera সেটআপ। যার প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাবেন, 5 মেগাপিক্সেলের সুপার টেলি ম্যাক্রো লেন্স পাবেন ও 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর রয়েছে। ফটো ভিডিও ক্লোন করার সুবিধা থাকছে। পাবেন ডুয়াল ভিডিও করার সুবিধাও এবং তার সাথে 16 মেগাপিক্সেলের ইনডিসপ্লে সেলফি ক্যামেরা রয়েছে। 

এর মধ্যে পেয়ে যাবেন আপনি Qualcomm Snapdragon732G প্রসেসর। পাবেন Adreno 618 GPU। Z-Axix ভাইব্রেশন মোটর রয়েছে যেটা আপনাকে খুব সুন্দর হ্যাপটিক ফিডব্যাক দেবে। তিনটে কালার ভেরিয়েন্ট এই স্মার্টফোনে আপনি পাবেন- Dark Night, Vintage Bronze এবং Glacial Blue। 

Redmi Note 10 Pro Max

Redmi Note 10 Pro Max স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 6.9 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে। এর Rifresh Rate 120Hz এর।  Corning Gorilla Glass 5 এর প্রটেকশন থাকছে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন আপনি 1200nits এর। 

আর পাবেন Quad Camera সেটআপ যার প্রাইমারি সেন্সর 108 মেগাপিক্সেলের। তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেল এর সুপার টেলি-ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেল Depth সেন্সর। সাথে পাবেন 16 মেগাপিক্সেলের ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা। 

পাবেন Qualcomm Snapdragon 732G প্রসেসর এবং 618 GPU। রয়েছে 5020 mAh এর ব্যাটারি এবং প্যাকেটের মধ্যে পাবেন 30W এর ফাস্ট চার্জার। Hi-Res অডিও সার্টিফাইড Dual Stereo স্পিকারস, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। তিনটে কালার ভেরিয়েন্ট এই স্মার্টফোন পাবেন- Vintage Bronze, Glacial Blue এবং Dark Night। রয়েছে 3.5mm এর হেডফোন জ্যাক।

Redmi Note 10 সিরিজ স্টোরেজ ভ্যারিয়েন্ট, Sale Date ও দাম

Redmi Note 10 দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাবে- 4GB-64GB এবং 6GB-128GB। 4GB-64GB এর দাম রাখা হয়েছে 11,999 টাকা এবং 6GB-128GB এর দাম রাখা হয়েছে 13,999 টাকা। এর সেল শুরু হবে মার্চের 16 তারিখ থেকে। 

Redmi Note 10 Pro এর তিনটি ভেরিয়েন্ট পাওয়া যাবে- 6GB-64GB, 6GB-128GB এবং 8GB-128GB। 6GB-64GB এর দাম রাখা হয়েছে 15,999 টাকা। 6GB-128GB এর দাম রাখা হয়েছে 16,999 টাকা এবং 8GB-128GB এর দাম রাখা হয়েছে 18,999 টাকা। এর সেল শুরু হবে মার্চের 17 তারিখ থেকে।

Redmi Note 10 Pro Max এই স্মার্টফোনটিরও তিনটি ভেরিয়েন্ট পাওয়া যাবে- 6GB-64GB, 6GB-128GB এবং 8GB-128GB। 6GB-64GB দাম 18,999 টাকা, 6GB-128GB এর দাম 19,999 টাকা এবং 8GB-128GB এর দাম 21,999 টাকা। স্মার্টফোনটির সেল শুরু হবে 18ই মার্চ থেকে।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।