ফাঁস হয়ে গেল Redmi K50, Redmi K50 Pro স্মার্টফোনের ফিচার্স, এক নজরে দেখে নিন কেমন হতে চলেছে এই K50 সিরিজ

Redmi-K50-Pro ShresthoTech
প্রতীকী ছবি

আমরা আগেই নতুন এক ফ্ল্যাগশিপ সিরিজের কথা জানতে পেরেছিলাম। Redmi K50 সিরিজের কথা এসেছিল সকলের সামনে। সম্প্রতি এবার লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল এই সিরিজের Redmi K50, Redmi K50 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন স্পেসিফিকেশন রয়েছে।

Redmi K50, Redmi K50 Pro স্পেসিফিকেশন

Tipster Mukul Sharma জানিয়েছেন, Vanilla K50 স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 67W ফাস্ট চার্জিং ফিচারস। অন্যদিকে K50 Pro মডেলটিতে থাকতে পারে 100W দ্রুত চার্জিং সিস্টেম। একই সাথে তিনি আরও জানান Redmi K50 Pro স্মার্টফোনটি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট যোগ্য হতে চলেছে। 

স্মার্টফোনের ক্যামেরা প্রসঙ্গে জানা গেছে, Redmi K50 মধ্যে হিসেবে উপস্থিতি রয়েছে 48 MP Main Camera এবং বড় সেন্সর। ঠিক অপরদিকে এর Pro মডেলটিতে রয়েছে 108MP Primary Camera। Redmi K50 Pro-র মধ্যে ইনক্লুড থাকতে পারে Snapdragon 895 SoC অথবা Snapdragon 898 SoC। এই সিরিজের লোয়ার ডিভাইস স্মার্টফোনটিতে কেমন প্রসেসর হতে পারে তা এখনও জানা যায়নি।

জেনেনিন : OnePlus Nord 2 এবং Poco F3 GT কোন স্মার্টফোনটি আপনার জন্য ভালো হবে? এদের স্পেসিফিকেশনস এবং দাম কেমন?

এছাড়াও এই সিরিজের স্মার্টফোনের মডেলটিতে থাকতে পারে নতুনত্ব। Hole-Punch Camera Cutout সম্ভবত আমরা এটির মধ্যে দেখতে পাবো। একই সাথে সিকিউরিটি সিস্টেম হিসেবে রয়েছে In-Display Fingerprint Scanner। শোনা যাচ্ছে, K50 Series এই বছরের ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে। তবে এর সঠিক ডেট এখনও জানা সম্ভব হয়নি। 

আপনি যদি এই সিরিজের স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে আপনাকে করতে হবে বেশ কিছুসময় অপেক্ষা। এই নতুন এই ফ্ল্যাগশিপ সিরিজ সম্পর্কে আপনার মতামত কি তা জানাতে ভুলবেন না।