গত বছরে রিলিজ হওয়া রেডমি 8 এর একটি অন্যতম আপগ্রেড হলো রেডমি 9। আপাতত 30 শে জুন চিনে রিলিজ হবে এই ফোন। ইতিমধ্যে এই বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা । পাবলিশ হয়ে গেছে পোস্টারও ।
রেডমি 9 এর স্পেসিফিকেশন :
মোট পাঁচটি ক্যামেরা মিডিয়াটেক হেলিও জি 80 প্রসেসর, 5020 এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং এফএইচডি+ ডিসপ্লের মত স্পেসিফিকেশনস পাবেন এই ফোনে।
6.53 ইঞ্চি ডিসপ্লে পাবেন এই ফোনে যা যথেষ্ট বড়।
রেডমি 9 এর ব্যাকে একটি কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে: একটি 13 এমপি প্রাইমারি ক্যামেরা, একটি 8 এমপি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল শ্যুটার, একটি 5 এমপি ম্যাক্রো ক্যামেরা এবং একটি 2 এমপি ডেপথ সেন্সর।
সামনের দিকে একটি ওয়াটারড্রপ নচসহ 8 এমপি সেলফি ক্যামেরা রয়েছে।
Snapdragon 439 এর চেয়ে এর প্রসেসর বেশি ভালো পারফরম্যান্স দেবে বলে আশা করা যায়।
অন্যান্য আকর্ষণীয় ফিচারগুলো হলো ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, MIUI 11 বেসড অ্যান্ড্রয়েড 10,18 ওয়াট ফাস্ট চারজিং।
এই ফোনের দাম মাত্র 100 ইউএসডি !
আশা করা যায় এই ফোন রেডমি 8 এর আপগ্রেড হিসাবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে।