নতুন চমক রিয়েলমির, আসতে চলেছে Realme Laptops

realme will launch laptop in india teases madhab sheth

গত মাসেই রিয়েলমি (Realme) তরফ থেকে একটি সার্ভেতে জিজ্ঞাসা করা হয়েছিল ল্যাপটপ সম্পর্কে বেশকিছু প্রশ্ন। সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল একজন ইউজার ল্যাপটপ এর জন্য কত টাকা খরচ করতে পারেন, কেমন ধরনের কাজকর্ম করতে চান, কেমন স্পেসিফিকেশন্স চান ইত্যাদি সমস্ত কিছুই। আর তাই প্রত্যাশা মতোই এইবার Realme ঘোষণা করে দিলেন তাদের আপকামিং ল্যাপটপ সম্পর্কে। 

Realme ভারতে নিয়ে আসতে চলেছে তাদের ল্যাপটপ

ভারতের বাজারে ল্যাপটপ এর অভাব নেই। DELL, HP, ASUS থেকে শুরু করে Xiaomi পর্যন্ত ভারতের বাজারে নিয়ে এসেছে তাদের ল্যাপটপ। সেই দলে এবার যোগ দিতে চলেছে রিয়েলমিও।  

এ বিষয়ে হিন্টস দিয়ে রিয়েলমি ইন্ডিয়ার CEO মাধব সেট একটি টুইট করেছেন। সেই টুইটে অনেক বাইনারি কোড দেওয়া আছে। তারই সাথে তিনি জানিয়েছেন রিয়েলমি নতুন প্রোডাক্ট ক্যাটেগরির একটি মেসেজ রয়েছে আপনাদের জন্য। 

এরপর তার ফলোয়ার্সদের জিজ্ঞাসা করতেও ভোলেননি যে তারা এই মেসেজটি ডিকোড করতে পারছেন কিনা। সবশেষে তিনি ব্যবহার করেছেন হ্যাশট্যাগ #TechLife। এই বাইনারি কোড গুলোকে ডিকোড করলে চলে আসে ‘হ্যালো ওয়ার্ল্ড’ (Hello World)। যেটা ল্যাপটপের ইন্ট্রোডাকশন মেসেজ হিসাবে ব্যবহৃত হয়। 

জেনেনিন : জুনের 14 তারিখে হবে Honor Band 6 এর প্রথম সেল, দেখেনিন এর স্পেসিফিকেশন্স, দাম ও লঞ্চ অফার

সাথে তিনি একটি ছবিও শেয়ার করেছেন। যেখানে আমরা অ্যাপেলের ম্যাকবুকের (MacBook) মত দেখতে একটি ল্যাপটপের অল্প একটু অংশ দেখতে পাচ্ছি। সিলভার কালারের এই ল্যাপটপ দেখে আপনার ম্যাকবুকের কথাই মনে আসবে প্রথম। দেখেনিন তার করা টুইট- 

তবে Realme-র তরফ থেকে এখনও জানানো হয়নি কবে এই ল্যাপটপ ভারতে লঞ্চ করা হবে। খুব শীঘ্রই এই ল্যাপটপ লঞ্চ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। 

এই ল্যাপটপের স্পেসিফিকেশন্স কেমন হতে চলেছে। সেই সম্পর্কিত কোনো রকম তথ্য পাওয়া যায়নি রিয়েলমি তরফ থেকে। তবে ল্যাপটপ মার্কেটে কড়া টক্কর দিতি রিয়েলমি প্রস্তুত হয়ে আসছে বলে মনে করা হচ্ছে।