Realme এবার নিয়ে আসছে Beard Trimmer, Hair Dryer, রয়েছে আরও চমক! আসছে জুলাইয়ের 1 তারিখে

সম্প্রতি রিয়েলমি (Realme) তাদের লঞ্চ ইভেন্টে বেশকিছু প্রোডাক্ট লঞ্চ করেছে। তার মধ্যে যেমন করেছে Realme Narzo 30 4G এবং 5G ভেরিয়েন্ট। তার সাথে Realme Smart TV লঞ্চ হয়েছে। হয়েছে Realme Buds Q2। এবার রিয়েলমি তাদের DIZO ব্রান্ডের আন্ডারে নতুন কয়েকটি প্রডাক্ট লঞ্চ করতে চলেছে। আর এই লঞ্চ ইভেন্ট হতে চলেছে জুলাই মাসের 1 তারিখেই। 

জুলাই মাসে রিয়েলমির লঞ্চ ইভেন্টে থাকছে বড় চমক 

জুলাই মাসের 1 তারিখে রিয়েলমি আবার একটি লঞ্চ ইভেন্ট করতে চলেছে। এই লঞ্চ ইভেন্ট তারা বেশ কিছু ইন্টারেস্টিং প্রডাক্ট লঞ্চ করতে চলেছে। আর এই প্রোডাক্ট গুলো লঞ্চ করা হবে তাদের DIZO ব্রান্ডের আন্ডারে।

লঞ্চ করা হবে Realme Buds 2 Neo যেটা রিয়েলমি তরফ থেকে একটি ইয়ারফোন। 500 টাকার মধ্যেই লঞ্চ করা হতে পারে এই প্রোডাক্টকে। লঞ্চ করতে চলেছে তাদের একটি নতুন Beard Trimmer-ও। তারই সাথে এটির একটি প্লাস ভেরিয়েন্টও লঞ্চ করা হবে এই ইভেন্টে।

জানেন কি : Amazon নিয়ে এল Mobile Savings Days, স্মার্টফোনে পাবেন দুর্দান্ত ডিসকাউন্ট

ইতিমধ্যেই এর ছবি দেখতে পাওয়া যাচ্ছে। যেটা দেখতে প্রায় Mi এর Beard Trimmer এর মতোই। থাকছে 800 mAh এর ব্যাটারি। একবার চার্জ দিয়ে 2 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। আছে 20 টি লেংথ সেটিংস। 

শুধু মাত্র এখানেই শেষ নয় এই ইভেন্টে রিয়েলমি হেয়ার ড্রায়ার (Hair Dryer) লঞ্চ হবে। বলা হচ্ছে মাত্র 5 মিনিটে চুল শুকিয়ে দিতে সাহায্য করবে এই হেয়ার ড্রায়ার। এর মধ্যে থাকবে টেম্পারেচার কন্ট্রোল, হিট সেটিং তার সাথে স্পিড সেটিং করার ব্যবস্থা। থাকবে থ্রি লেয়ার প্রটেকশনের (Three Layer Protection) ব্যবস্থা। 

আপনিও কি এই প্রোডাক্টস নিয়ে এক্সাইটেড? অবশ্যই জানাবেন। শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।