শীঘ্রই লঞ্চ হতে চলেছে Realme Vacuum Cleaner এবং Air Purifier, এক নজরে জেনেনিন লঞ্চ Date এবং তাদের স্পেসিফিকেশন্স

realme techlife vacuum cleaner air purifier launching on 30 september expected specifications

Realme সংস্থা বেশ কিছুদিন ধরে তাদের নির্মিত IoT প্রোডাক্টগুলি টিজ করে চলেছে। সম্প্রতি তারা তাদের টেকলাইফ ব্র্যান্ডের অধীনে বেশ কিছু প্রোডাক্ট লঞ্চ করা হবে বলে জানিয়েছে। যার মধ্যে রয়েছে Realme TechLife Air Purifier, Realme TechLife Handheld Vacuum Cleaner এবং Realme TechLife Robot Vacuum। আর এই খবর শোনার পরই রীতিমতো নড়েচড়ে বসেছে Realme ফলোয়াররা। 

লঞ্চ Date কবে রাখা হয়েছে?

জানা গেছে উল্লেখিত প্রোডাক্টগুলি আগামী 30 শে সেপ্টেম্বর ঠিক দুপুর 12:30-এ আমাদের দেশে লঞ্চ হবে। অর্থাৎ সেই দিনই সংস্থার তরফ থেকে TechLife ইভেন্টর মাধ্যমে প্রোডাক্ট গুলি সকলের সামনে প্রকাশ করা হবে। চলুন এবার তাদের স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নেওয়া যাক। 

Realme Tech Life Air Purifier, Handheld Vacuum Cleaner, Robot Vacuum-এর ফিচার্স কেমন রয়েছে?

সর্বপ্রথম আমরা Realme TechLife Air Purifier ফিচারস সম্বন্ধে জেনে নেবো। এর মধ্যে আপনি পেয়ে যাবেন 330m3/h বিশিষ্ট Clean Air Delivery Rate (CADR) এবং 5 টি Wind Mode সেটিংস। একই সাথে থাকছে High-Precision Air Quality Sensor, Filter High-Precision, Smart Filter Change Indicator এবং অন্যান্য ইউনিক ফিচারস। এছাড়াও পেয়ে যাবেন Timer সেটিংস এর মতো অসাধারণ সুবিধা।

অন্যদিকে Handheld Vacuum Cleaner আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে সহায়তা করবে। এটি কম শব্দসহ বহুক্ষণ চলতে প্রস্তুত। এর মধ্যে আপনি পেয়ে যাবেন বেশ কিছু ইউনিক ফিচারস। যার মধ্যে রয়েছে 9.5Kpa Wireless Super Suction। এটি একাধিকবার ব্যবহার করার ফলেও কোনরকম অসুবিধার সম্মুখিন আপনাকে হতে হবে না। খুবই হালকা ওজন সম্পন্ন এই প্রোডাক্টটি আপনাকে দীর্ঘক্ষন ব্যাটারি লাইফ দেবে। 

জেনেনিন : Realme Narzo 50A vs Redmi 10 Prime, এই দুটি বাজেট রেঞ্জের স্মার্টফোনের মধ্যে কোনটি ভালো? কে দিচ্ছে বেশি ভালো সুবিধা?

সর্বশেষ জেনে নেওয়া যাক Robot Vacuum Cleaner ব্যাপারে। এর মধ্যে আপনি পেয়ে যাবেন Sweeping আর Mopping Mode। একই সাথে High-Precision Sensor থেকে শুরু করে Smart Mapping Navigation System, Intelligent Surface Adaption, Smart Electronic Water Tank সহ প্রভৃতি অন্যান্য ফিচারস এর মধ্যে আপনি দেখতে পাবেন। 

মনে করা হচ্ছে উপরে উল্লেখিত ডিভাইসগুলো Big Billion Days 2021 চলাকালীন ই-কমার্স সাইট প্ল্যাটফর্ম Flipkart-এর মাধ্যমে বিক্রি হতে পারে।কেমন লাগলো আপনার Realme সংস্থার এই নতুন প্রোডাক্ট? তা আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না।