রিয়েলমি নারজো 20 সিরিজ, রয়েছে স্বল্পদামে বেশ কিছু চমক

রিয়েলমি নির্দিষ্ট সময় অন্তর ফোনগুলি সল্পমূল্যে লঞ্চ করে চলেছে যার ফলস্বরুপ এই কোম্পানির পপুলারিটি ক্রমশ বাড়ছে। 

এরই মাঝে 21 শে সেপ্টেম্বর লঞ্চ হলো রিয়েলমি নারজো 20 ফোনগুলি অর্থাৎ Realme Narzo 20 Pro, Realme Narzo 20A ও Realme Narzo 20।

রিয়েলমির অন্যতম লক্ষ তার অন্যতম কম্পিটিটর রেডমির ওই দামের ফোনগুলোর সাথে টেক্কা দেওয়া, সিরিজিটির ফোনগুলিতে রয়েছে বেশ কিছু চমক।

কি কি স্পেসিফিকেশনস পাবেন রিয়েলমি নারজো 20 সিরিজের ফোনগুলোতে ?

চলুন দেখে নেওয়া যাক রিয়েলমি নারজো 20 এর স্পেসিফিকেশনস আর হয়ে যাক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা!

রিয়েলমি নারজো 20 :

এই ফোনে রয়েছে ডুয়াল 4G nano সিম ও উভয় সিমে VOLTE এর সাপোর্ট।

রিয়েলমি নারজো 20 তে পাবেন 88.7 পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশিও ও 20:9 এসপেক্ট রেশিও সহ 6.5-ইঞ্চি HD+ (720×1,600 পিক্সেলস) ।

ফোনে রয়েছে অক্টা কোর MediaTek Helio G85 প্রসেসরের সাথে 4GB (LPDDR4x) RAM ও Android 10 পাওয়া যাবে যা Realme UI 2.0 দ্বারা পরিচালিত।

এতে পাবেন ব্যাকে ট্রিপল ক্যামেরা সেট-আপ, যাতে রয়েছে প্রাইমারি 48MP শুটার(6P lens ও f/1.8 aperture), 8 mp সেকেন্ডারি সেন্সর (119 ডিগ্রি ফিল্ড অফ ভিউসহ Ultrawide Lens), 2mp ম্যাক্রো-লেন্স।

সেলফি ক্যামেরা 8 mp, রয়েছে preloaded AI Beauty, HDR, Panoramic View ও Timelapse এর মত দুর্দান্ত ফিচার্স।

ব্যাক এ পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভি Bluetooth v5.0, GPS/ A-GPS, USB Type-C এবং 3.5mm headphone jack।

6,000 mah ব্যাটারি পাবেন যা 18W ফাস্ট চারজিং সাপোর্ট করে।

দাম: 10,499 টাকা (4GB RAM + 64GB) ও 11,499 (4GB RAM + 128GB)।

রিয়েলমি নারজো 20A :

রিয়েলমি নারজো 20 তে পাবেন 20:9 এসপেক্ট রেশিও ও কর্নিং গরিলা গ্লাস 3এর প্রটেকশন সহ 6.5-ইঞ্চি HD+ (720×1,600 পিক্সেলস) ।

ফোনে রয়েছে অক্টা কোর Qualcomm Snapdragon 665 SoC প্রসেসরের সাথে 3জিবি ও 4জিবি RAM ভ্যারিয়েন্ট।

ব্যাকে রয়েছে 3টি ক্যামেরা যথা এফ/1.8 লেন্স সহ 12-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.4 লেন্স সহ একটি 2-মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর এবং এফ/2.4 লেন্স সহ একটি 2-মেগাপিক্সেল রেট্রো সেন্সর।

সেলফি ক্যামেরা 8 mp ও Android 10 পাওয়া যাবে যা Realme UI 2.0 দ্বারা পরিচালিত।

সেন্সর: accelerometer, ambient light, gyroscope, magnetometer, and a proximity sensor, fingerprint sensor।

এতে ব্যাটারি ব্যাক আপ 5,000mAh যা রিভার্স চারজিং সাপোর্ট করে।

32জিবি ও 64 জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে।

দাম: 8499 টাকা(3GB RAM + 32GB ) ও 9499 টাকা (4GB RAM + 64GB)।

রিয়েলমি নারজো 20 প্রো :

90 হার্জ রিফ্রেস রেট, 90.5 পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশিও,120Hz টাচ সাম্পলিং রেট ও 480 নিটস পিক Brightness সহ 6.5-inch full-HD+ (1,080×2,400 pixels) ডিসপ্লে পাবেন এই ফোনে।

MediaTek Helio G95 SoC প্রসেসরের সঙ্গে থাকবে এই ফোনে 6GB ও 8GB LPDDR4x RAM। ব্যাক ক্যামেরা 48mp+8mp+2mp+2mp।

সেলফি তোলার জন্য পাবেন 16-megapixel ক্যামেরা Sony IMX471 সেন্সরসহ। সেলফি ক্যামেরা তে ফিচার্স রয়েছে AI Beauty, Front Panorama, Flip Selfie, Nightscape ও Portrait Mode।

রয়েছে 128 জিবি (এক্সপ্যান্ডেবল আপ টু 256 জিবি)।

আরও জানুন : ভারতের বাজারে লঞ্চ হয়েছে পোকো X3, জেনেছেন কি ?

এর সবচেয়ে দুর্দান্ত ফিচার হল এর 4,500mAh ব্যাটারি যা 65W SuperDart Charge ফাস্ট চারজিং সাপোর্ট করে।

দাম: 14,999টাকা (6GB RAM + 64GB) ও 16,999 টাকা (8GB RAM + 128GB)।