Realme Narzo 50 এর প্রথম সেল শুরু আজই। পাবেন চমকে দেওয়ার মতো স্পেসিফিকেশন্স! এক্ষুনি জেনে নিন বিস্তারিত

গত সপ্তাহেই রিয়েলমির পক্ষ থেকে Realme Narzo সিরিজের লেটেস্ট স্মার্টফোন Realme Narzo 50 লঞ্চ করে দেওয়া হয়েছিল। যার মধ্যে 5000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আরো চমকে দেওয়ার মতো স্পেসিফিকেশনস। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের সেল সম্পর্কে বিস্তারিত। তার সাথে দেখে নিন এর স্পেসিফিকেশন্স, দাম ও অফার সম্পর্কেও।  

Realme Narzo 50 স্পেসিফিকেশন্স 

প্রথমে আসা যাক এর ডিসপ্লের ব্যাপারে। এই স্মার্টফোনটির মধ্যে রয়েছে 6.6 ইঞ্চির Full HD+ IPS LCD ডিসপ্লে। পাওয়া যাবে 120Hz রিফ্রেশ রেট এবং 180Hz এর টাচ স্যাম্পলিং রেট। ক্যামেরা হিসাবে স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। রয়েছে LED ফ্ল্যাশ। ট্রিপল রিয়ার ক্যামেরার মধ্যে প্রাইমারি সেন্সর রয়েছে 5 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার রয়েছে f/1.8 এর। 

সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর অ্যাপারচার f/2.0। এবার দেখা যাক এর প্রসেসর কেমন রয়েছে সেই বিষয়ে। Realme Narzo 50 স্মার্টফোন টিতে রয়েছে Mediatek Helio G96 প্রসেসর যেটা একটি অক্টাকোর প্রসেসর। তারই সাথে রয়েছে Mali G57 GPU।

জেনেনিন : খুবই অল্প দামে দারুন ফিচারের সাথে লঞ্চ করে দেওয়া হল Dizo Watch 2 Sports, মিস করলে লস

ব্যাটারি হিসাবে স্মার্টফোনটির মধ্যে পাওয়া যাবে 5000mAh এর ম্যাসিভ ব্যাটারি। আর 30W এর ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও স্মার্টফোনটি মধ্যে 6 GB পর্যন্ত LPDDR4X RAM ও 128 GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ রয়েছে। এছাড়াও Type-C চার্জিং পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 3.5mm অডিও জ্যাক, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ইত্যাদি সমস্ত কিছুই পাওয়া যাবে আপনার সুবিধার্থে। মাত্র 194 গ্রাম ওজন রাখা হয়েছে এই স্মার্টফোনটির। এবার দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির দাম কেমন রাখা হয়েছে এবং কখন থেকে শুরু হচ্ছে সেল।

Realme Narzo 50 এর দাম, অফার ও সেল টাইম

দুটো স্টোরেজ কনফিগারেশনের সাথে স্মার্টফোনটিকে পাওয়া যাবে। একটি 4GB-64GB এবং অপরটি 6GB-128GB। 4GB-64GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে মাত্র 12,999 টাকা। আর তার সাথে 6GB-128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 15,499 টাকা। 

আজ দুপুর 12 টা থেকেই অ্যামাজন এবং রিয়েলমি অফিশিয়াল স্টোর থেকে কিনতে পাওয়া যাবে স্মার্টফোনটিকে। অফার কেমন রয়েছে, সেটাই বা মিস করবেন কেন? আপনার কাছে যদি HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি 1,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। HDFC ব্যাংকের ডেবিট কার্ডের সাথেও থাকছে এই ডিসকাউন্ট। যার ফলে স্মার্টফোনের দামটা অনেকটাই কমে যাবে। এই সুযোগ মিস করবেন না একদমই।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করু