মাত্র কয়েকদিন আগেই লঞ্চ হয়ে গেছে Realme Narzo 30 এর 4G এবং 5G ভেরিয়েন্টস। তারই সাথে লঞ্চ করা হয়েছিল Realme Buds Q2। আজ রয়েছে Realme Narzo 30 5G এবং তার সাথে Realme Buds Q2 এর প্রথম সেল। চলুন এই দুটো প্রোডাক্ট সম্পর্কে সমস্ত কিছু জেনে নেবো। এবং তার সাথে জেনে নেবো কি কি লঞ্চ অফার রয়েছে।
Realme Narzo 30 5G স্পেসিফিকেশনস
Realme Narzo 30 5G যে রয়েছে 6.5 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 90 Hz এর। এর মধ্যে রয়েছে 5000mAh ব্যাটারি। তার সাথে 18W এর ফাস্ট চার্জিং সাপোর্ট। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। রয়েছে MediaTek Dimensity হাবশ্বদ চিপসেট।
ক্যামেরা কথা বলতে গেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেলের, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের মনোক্রম সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেলফি ক্যামেরা হিসেবে পাবেন 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Realme Buds Q2 স্পেসিফিকেশন্স
Realme Buds Q2 এর মধ্যে পাওয়া যাবে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন এর সুবিধা। পাওয়া যাবে 10mm Bass Boost Drivers। সিঙ্গল চার্জে রয়েছে 28 ঘন্টা টোটাল প্লেব্যাক টাইম। এমনকি কলের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে ডুয়েল মাইক নয়েজ ক্যান্সলেশনকে। রয়েছে ট্রান্সফারেন্সি মোডও। মাত্র 10 মিনিটের চার্জে পাওয়া যাবে 3 ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম। আর এটি IPX5 ওয়াটার রেসিস্টেন্স।
এরমধ্যে ব্যবহার করা হয়েছে Realme R2 Intelligent Noise Cancellation Chip। যেটা নয়েজ ক্যান্সলেশন এর সাথে লো পাওয়ার কনজামশনেও সাহায্য করবে। দেবে স্টেবেল কানেক্টিভিটি। পাওয়া যাবে Active Black ও Calm Grey এই দুটি কালারে।
প্রোডাক্ট দুটির দাম ও অফার্স
Realme Narzo 30 5G এর 6 GB RAM এবং 128 GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর দাম রাখা হয়েছে 17,999 টাকা। কিন্তু Flipkart-এ প্রোডাক্টটি পাওয়া যাবে মাত্র 15,499 টাকায়। আপনি যদি Realme.com থেকে কেনেন তাহলে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও আপনি Flipkart থেকে প্রোডাক্ট টিকে কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাছে যদি ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে সেই ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজেকশনের ক্ষেত্রে পাওয়া যাবে 1000 টাকার অফ।
জানেন কি : নতুন ডেলিভারি অপশন Amazon Day Delivery লঞ্চ করে দিল Amazon, দূষণ থেকে বাঁচবে প্রকৃতি
ইয়েস ব্যাংকের ক্রেডিট কার্ড পাওয়া যাবে 7% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে রয়েছে 5% আনলিমিটেড ক্যাশব্যাক এর সুবিধা। এছাড়াও আরো কিছু অফার রয়েছে এই স্মার্টফোনটির জন্য।
Realme Buds Q2-র দাম রাখা হয়েছে 2,499 টাকা। কিনতে পাওয়া যাবে Realme.com, অ্যামাজন এবং অফলাইন রিটেল স্টোর থেকে। Amazon Pay ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডে প্রাইম মেম্বাররা পেয়ে যাবেন 5% ক্যাশব্যাক এর সুবিধা। এবং 3 পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন অন্যান্য সকল কাস্টমাররা। দুটি প্রোডাক্টেরই সেল শুরু হচ্ছে আজ দুপুর বারোটা থেকে।