আসছে Narzo 30 4G এবং Narzo 30 5G, জানালেন মাধব সেঠ

realme narzo 30 4g and 5g variants will soon be launched in india confirms madhav sheth

আমরা জানি, ইতিমধ্যেই Malaysia এবং Europe তে লঞ্চ হয়ে গেছে Realme Narzo 30 4G এবং Narzo 30 5G এই দুইটি স্মার্টফোন। এবার ভারতের বাজারেও আসতে চলেছে Realme এই দুটি স্মার্টফোন। সংস্থার CEO Madhav Sheth একটি টুইটের মাধ্যমে জানান যে, Realme Narzo 30 4G এবং 5G মডেল গুলি আমাদের দেশেও আসতে চলেছে। 

তিনি লঞ্চ ডেট সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি। তবে মনে করা হচ্ছে কিছুদিনের মধ্যেই আমাদের দেশে আসতে চলেছে এই স্মার্টফোনগুলি। এই মাসের মধ্যেই আসছে সেটা নিশ্চিত। স্মার্টফোন গুলি ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে লঞ্চ হয়ে গেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক স্মার্টফোনগুলির স্পেসিফিকেশন ও দাম। 

Realme Narzo 30 4G স্পেসিফিকেশন্স

Realme Narzo 30 4G তে রয়েছে 6.5-inch FHD+ LCD display। এরই সাথে রয়েছে 90Hz Refresh Rate। একই সাথে পাবেন MediaTek Helio G95 চিপসেট। স্মার্টফোনটি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সম্পন্ন। 

জেনেনিন : Covid-19 ভ্যাকসিন বুক হল আরও সহজ, নয়া উদ্যোগ PayTM এর

Android 11 এর ওপর নির্ভর করে স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। এছাড়াও ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে যার মধ্যে 48MP Primary Sensor, 2MP Mono Lens এবং 2MP Macro Lens রয়েছে। Narzo 30 4G পাবেন 5,000mAh Battery এবং 30W Fast Charging। Malaysia তে Narzo 30 4G দাম RM 799 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 14,160 টাকা মতো। 

Narzo 30 5G specifications

অপরদিকে Realme Narzo 30 5G তে থাকছে 6.5-inch FHD+ LCD  display এবং 90Hz Refresh Rate। স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন MediaTek Dimensity 700 5G চিপসেট। একই সাথে পাবেন 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ।

আগের স্মার্টফোনটির মতোই এটিতে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও স্মার্টফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন 5,000mAh ব্যাটারি। থাকছে 18W Fast Charging এর সুবিধা।

Europe এই Narzo 30 5G দাম EUR 189 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 16,800 টাকা। এবার দেখা যাক ভারতের বাজারে এই স্মার্টফোন গুলি কেমন দাম ও স্পেসিফিকেশন্স সমেত নিয়ে আসা হয়।