অ্যাপেলের MagSafe-এর মতই রিলমি লঞ্চ করে দিল তাদের ম্যাগনেট চার্জিং টেকনোলজি, MagDart। শুধুমাত্র এটা নয় তার সাথে বেশকিছু ম্যাগনেট এক্সেসরিজও লঞ্চ করে দিয়েছে রিয়েলমি। চলুন দেখে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
1। প্রথমেই দেখে নেব Realme Flash স্মার্টফোনটি। রিয়েলমি MagDart-এর সাথে লঞ্চ করে দিয়েছে তাদের একটি স্মার্টফোনও। যার নাম রিয়েলমি ফ্লাশ। এটাই প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেটা এই MagDart ওয়ারলেস চারজিং টেকনোলজি কে সাপোর্ট করবে।
তবে এই স্মার্টফোন সম্পর্কে বেশি কিছু জানা সম্ভব হয়নি। এটি Realme-র একটি কনসেপ্ট স্মার্টফোন। শুধু আমরা জানতে পারছি এর মধ্যে রয়েছে কার্ভড ডিসপ্লে। রয়েছে 0.3mm এর ম্যাগনেটিক কয়েল। এছাড়াও রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর এবং 4500mAh ব্যাটারি। যেটা 50W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
2। এর সাথে লঞ্চ করে দেওয়া হয়েছে 50W এর MagDart চার্জার। আর এর মধ্যেই রয়েছে কুলিং সিস্টেম। রিয়েলমি ক্লেইম করছে এর মধ্যেও রয়েছে অ্যাক্টিভ কুলিং সিস্টেম (Active Cooling System)। ফলে খুব বেশি গরম হওয়ার ভয় থাকবে না। আর মোবাইলে গেমিং বা এডিটিং করার সময়ও খুব সহজেই সেই ডিভাইসকে চার্জ দিয়ে নেওয়া যাবে।
আর এই কুলিং সিস্টেম থাকার জন্য ডিভাইস বা চার্জার কোনটাই গরম হবে না খুব বেশি। রিয়েলমি জানাচ্ছে Realme Flash এর 4500mAh ব্যাটারিকে এই চার্জার মাত্র 5 মিনিটে চার্জ দিয়ে দেবে শূন্য থেকে কুড়ি শতাংশ। যেটা অবাক করেছে সকলকে।
3। এর সাথেই রিলমি লঞ্চ করে দিয়েছে 15W এর স্লিম MagDart চার্জার। যেটা পুরোপুরি অ্যাপেলের 15W এর MagSafe চার্জার এর মতই। তবে এটা তার এর তুলনায় হালকা।
4। এর সাথে লঞ্চ করে দেওয়া হয়েছে MagDart Power Bank-ও। খুব স্লিম এবং পোর্টেবল এই পাওয়ার ব্যাংক। এগুলি দেখতেও অসাধারণ। এর মধ্যে রয়েছে ডুয়াল সেলের ব্যাটারি। এর সাথে USB Type C কানেকটর রয়েছে। যার সাহায্যে পাওয়ার ব্যাংক ব্যবহার করা যাবে। রয়েছে স্ট্যান্ডের ব্যবস্থাও। সমস্ত কিছু মিলিয়ে অ্যাপেলের MagSafe ব্যাটারি প্যাকের অল্টারনেটিভ হয়ে যেতে পারে এই MagDart পাওয়ার ব্যাংক।
জেনেনিন : সাবধান! মোবাইলে ব্যাংকিং সম্পর্কিত কাজ করলে অবশ্যই জেনেনিন, আপনার কষ্টার্জিত টাকা বাঁচান
5। শুধু মাত্র এখানেই থেমে থাকছে না রিয়েলমি! লঞ্চ করে দেওয়া হয়েছে MagDart Beauty Light-ও। এর ফলে পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে অত্যন্ত সুবিধাজনক হবে সকলেরই। এর মধ্যে রয়েছে 60 টি মিনি এলইডি। যেগুলি খুব সফট লাইট রিলিজ করে ফটোগ্রাফিতে সাহায্য করবে।
খুব সহজেই এটি MagDart সাপোর্টেড স্মার্টফোনের সাথে আটকে যায় এটি এবং রিভার্স ওয়ারলেস চার্জিং (Reverse Wireless Charging)-এর সাহায্যে কাজ করে। এটাকে সেলফি নেওয়ার সময় ফ্রন্ট লাইট হিসাবেও ব্যবহার করা যেতে পারে যাবে।
6। সাথে এসে গেছে MagDart Wallet। খুবই সিম্পল এই এক্সেসরিজটি স্মার্টফোনের ব্যাক সাইডে এটাচ হয়ে থাকবে। এর মধ্যে তিনটে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড রেখে দেওয়া যাবে। স্ট্যান্ডের ব্যবস্থাও রয়েছে যেটি অ্যালুমিনিয়ামের তৈরি। এই MagDart Wallet খুবই সুন্দর দেখতে।
7। এতকিছুর পরও রিয়েলমি লঞ্চ করে দিয়েছে ম্যাগডার্ট কেস (MagDart Case)। যেটা Realme GT-র জন্য ডিজাইন করা হয়েছে। 18 ই আগস্ট ভারতে Realme GT-র ইভেন্টে এটা লঞ্চ করা হতে পারে। এত কিছু প্রোডাক্ট লঞ্চ করা হলেও Realme পরবর্তীকালে এই MagDart সাপোর্টেড এক ইকোসিস্টেম তৈরি করতে চাইছে তাও তারা জানতে ভোলেনি।
তবে এই প্রোডাক্ট গুলিকে অনেকেই ইনোভেশন বলতে নারাজ। তার পরিবর্তে Apple-এর কপি বলতেও ছাড়া হচ্ছেনা এগুলিকে। এই বিষয়ে আপনার কি মতামত? কেমন লাগলো এই প্রোডাক্টস আপনার?