আমরা ইতিমধ্যেই Realme GT Neo স্মার্টফোনকে পেয়েছি Realme X7 Max নামে। সম্প্রতি Realme লঞ্চ করতে চলেছে আরও এক অসাধারণ স্মার্টফোন। আগামী সপ্তাহে চীনের মার্কেটে লঞ্চ হতে চলেছে Realme GT Neo2 স্মার্টফোন। লঞ্চের আগেই স্মার্টফোনের যাবতীয় স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেছে। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু।
Realme GT Neo2 সম্ভাব্য স্পেসিফিকেশন
সূত্র মারফত জানা গেছে সম্ভাব্য স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 6.62-inch FHD+ Display। একই সাথে আপনি পেয়ে যাবেন 120Hz Refresh Rate। এছাড়াও স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে Snapdragon 870 SoC। স্মার্টফোনটি চিনা দেশে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সম্পন্ন হতে চলেছে।
ক্যামেরা স্মার্টফোনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। Realme GT Neo2 স্মার্টফোনের মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে থাকছে 64MP Primary Camera, 8MP Wide-Angle Lens এবং 2MP Macro Lens। একই সাথে স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 16MP অসাধারণ সেলফি ক্যামেরা।
জানা গেছে হ্যান্ডসেটটি Android 11-Based Realme UI 2.0. উপর ভিত্তি করে পরিচালিত হবে। এছাড়াও এই স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে 5,000mAh ম্যাসিভ ব্যাটারি। এখানেই শেষ নয় আরও পাবেন ফাস্ট চার্জার সুবিধা যা সম্ভবত হতে চলেছে 50W বা 65W সম্পন্ন। চলুন এবার লঞ্চ ডেট সম্বন্ধে জেনে নেওয়া যাক।
Realme GT Neo2 লঞ্চ Date কবে?
স্মার্টফোনটি লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই। আগামী 22 শে সেপ্টেম্বর বুধবার চীনে আনুষ্ঠানিকভাবে ভারতীয় সময় 11:30 AM-এ লঞ্চ হবে স্মার্টফোনটি।
দাম কত হতে পারে?
স্মার্টফোনটির দাম এখনও সংস্থার তরফ থেকে জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে এমন স্পেসিফিকেশন সম্পন্ন স্মার্টফোনের দাম সম্ভবত হতে পারে ভারতীয় মুদ্রায় 21,990 টাকার কাছাকাছি। লঞ্চের পরই এই স্মার্টফোনটির সঠিক দাম আমরা জানতে পারবো।
এর আগে Realme GT Neo ভারতের বাজারে Realme X7 Max নাম নিয়ে লঞ্চ হয়েছিল। তাই আমরা অনুমান করতে পারি Realme GT Neo2 স্মার্টফোনটি ভারতের বাজারে আসতে পারে সম্ভাব্য Realme X9 Max হিসাবে। যদিও সংস্থার তরফ থেকে ভারতের বাজারে স্মার্টফোনটির উপলব্ধতা নিয়ে কোন রকম মন্তব্য করা হয়নি। কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টফোনের স্পেসিফিকেশন্স? অবশ্যই জানাতে ভুলবেন না।