লঞ্চ হয়ে গেল রিয়েলমির বহুপ্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 5G ও Realme GT Master Edition, জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম সমস্ত কিছু বিস্তারিত ভাবে

Realme-র পক্ষ আজকে লঞ্চ করে দেওয়া হয়েছে বহু প্রতীক্ষিত Realme GT ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দুটো ভেরিয়েন্ট। লঞ্চ করা হয়েছে Realme GT 5G এবং অপরটি Realme GT Master Edition। এই স্মার্টফোন দুটি সম্পর্কে সমস্ত কিছু জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে। জেনে নেওয়া যাক এর দাম এবং স্পেসিফিকেশন্সও। 

Realme GT 5G স্পেসিফিকেশন্স

Realme GT 5G-র মধ্যে রয়েছে 6.43 ইঞ্চির Full HD+ Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের উপর পাওয়া যাবে হোল-পাঞ্চ কাট আউট। এর রিফ্রেশ রেট 120Hz এর। তারই সাথে টাচ স্যাম্পলিং রেট 360Hz এর। ব্যাটারি হিসাবে এই স্মার্টফোনে উপস্থিত রয়েছে 4500mAh এর ব্যাটারি। তার সাথে 25W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট। প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে Qualcomm Snapdragon 888 5G প্রসেসর। যেটা একটি অক্টাকোর 5nm প্রসেসর। 

ক্যামেরা হিসাবে স্মার্টফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের। তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স। সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তার সাথে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।  

Realme GT 5G-এর দাম 

Realme GT 5G দুটি ভেরিয়েন্টের সাথে আমাদের দেশে পাওয়া যাচ্ছে। একটা 8GB-128GB ভেরিয়েন্ট। এবং অপরটি 12GB-256GB ভেরিয়েন্ট। 8GB-128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 37,999 টাকা এবং 12GB-256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 41,999 টাকা। পাওয়া যাবে তিনটে কালার অপশন এর সাথে। সেগুলি হল ড্যাশিং সিলভার, রেসিং ইয়েলো ও ড্যাশিং ব্লু। 

জেনেনিন : লঞ্চ হয়ে গেল Google Pixel 5a স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশনস এবং দাম সহ সমস্ত কিছু

রিয়েল মি অফিশিয়াল স্টোর এবং ফ্লিপকার্ট থেকে আগস্ট এর 25 তারিখ থেকে শুরু হবে এই ফ্ল্যাগশিপ ডিভাইস টির সেল। Realme GT 5G-র সাথেই লঞ্চ হয়ে গেছে Realme GT Master Edition-ও। দেখে নেওয়া যাক এর স্পেসিফিকেশন্স ও দাম। 

Realme GT Master Edition স্পেসিফিকেশন্স

Realme GT Master Edition-এর মধ্যে রয়েছে 6.4 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 120 Hz এর। তারই সাথে Touch Sampling Rate 360Hz এর। ব্রাইটনেসের কথা বলতে গেলে এর মধ্যে পাওয়া যাবে 1000nits এর পিক ব্রাইটনেস। স্মার্টফোনে রয়েছে 4300mAh এর ব্যাটারি। আর তার সাথে 65W ফাস্ট চার্জিং সাপোর্ট।

রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর। এটি একটি 6nm প্রসেসর। ক্যামেরা হিসেবে এর মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের। এর তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 2 মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য এর মধ্যে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রয়েছে অ্যান্ড্রয়েড ইলেভেন এর উপর ভিত্তি করে Realme UI 2.0।

Realme GT Master Edition-এর দাম

Realme GT Master Edition তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 6GB-128GB, 8GB-128GB ও 8GB-256GB ভেরিয়েন্ট। 6GB-128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 25,999 টাকা। 8GB-128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 27,999 টাকা। আর তার সাথে 8GB-256GB-র জন্য দাম রাখা হয়েছে 29,999 টাকা। 

জেনেনিন : Battlegrounds Mobile India লঞ্চ করে দেওয়া হল iOS প্লাটফর্মেও, Apple ইউজারদের জন্য সুখবর

ICICI Bank-এর Credit Card-এ 2,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এর 8GB RAM ভেরিয়েন্টের সেল শুরু হবে 26 আগস্ট থেকে। পাওয়া যাবে Realme Official Store ও Flipkart থেকে।