Realme-র একের পর এক স্মার্টফোনের স্পেসিফিকেশন উপভোগ করেছি আমরা। এবার Realme নিয়ে আসতে চলেছে আরও এক অসাধারণ স্মার্টফোন। সম্প্রতি China তে Launch হয়ে গেছে Realme GT 5G স্মার্টফোনটি। এবার দীর্ঘ প্রতীক্ষার পর Globally Launch হতে চলেছে Realme GT 5G স্মার্টফোন। স্মার্টফোনটি আসবে ভারতেও। এক নজরে দেখে নেওয়া যাক Realme GT 5G স্মার্টফোনটি সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Realme GT 5G স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স
এই স্মার্টফোনটিতে আপনি যাবেন 6.43-inch FHD+ Super AMOLED Display। এছাড়াও এ স্মার্টফোনটির রয়েছে 120Hz Refresh Rate। রয়েছে Corning Gorilla Glass 5 প্রটেকশন। পেয়ে যাবেন Qualcomm Snapdragon 888 5G প্রসেসর। এরই সাথে পাবেন Adreno 660 GPU।
এই স্মার্টফোনের ক্যামেরা সেটআপ এর কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা (Triple Camera) সেটআপ, যেখানে 64MP Sony IMX682 Primary Sensor, 8MP Ultra-Wide-Angle Lens এবং 2-Megapixel Macro Lens রয়েছে। এরই সাথে পাবেন LED Flash। এছাড়াও থাকছে 16MP সেলফি ক্যামেরা সুবিধা।
জেনেনিন : কম দামে অসাধারণ গেমিং স্মার্টফোন, লঞ্চ হয়ে গেল Realme C25s
স্মার্টফোনটি Android 11 based Realme UI 2.0 দ্বারা চালিত। Realme GT 5G স্মার্টফোনের মধ্যে থাকছে 12GB LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 4,500mAh এর ম্যাসিভ ব্যাটারি। একই সাথে প্যাকেজের মধ্যে পাবেন 65W Fast Charger। এছাড়াও এটিতে USB-C পোর্ট ব্যাবহার করা হয়েছে।
কবে Launch হবে?
Realme GT 5G Globally Launch হতে চলেছে June 15th, 2021 তারিখে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে Realme UK এর তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে। তবে লঞ্চ নিশ্চিত হলেও ভারতে কবে এই স্মার্টফোন লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। আশা করা যাচ্ছে গ্লোবালি লঞ্চ হওয়ার পরই এই স্মার্টফোন লঞ্চ করে দেওয়া হবে ভারতে।
জেনেনিন : বিশ্রামে ইন্টারনেট! সারা পৃথিবী জুড়েই ডাউন নামিদামি ওয়েবসাইট, জেনেনিন কারণ
স্মার্টফোনটি এক কথায় অসাধারণ হতে চলেছে। স্মার্টফোটির কত দাম হতে চলেছে সে সম্বন্ধে এখনো সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি। এখন দেখার বিষয় স্মার্টফোনটি ভারতীয় মুদ্রায় কত টাকার মধ্যে আসে।