আবার চমক নিয়ে আসছে রিয়েলমি (Realme)। মাত্র কয়েকদিন আগেই Realme-র মেগা লঞ্চ ইভেন্ট হয়ে গেছে। যেখানে তারা তাদের বহুপ্রতীক্ষিত রিয়েলমির প্রথম ট্যাবলেট Realme Pad লঞ্চ করে দিয়েছে।
তার সাথে দুটো স্মার্টফোন- Realme 8s 5G এবং Realme 8i লঞ্চ করে দিয়েছে। এবার 91মোবাইলস-এর পক্ষ থেকে জানা যাচ্ছে খুব শীঘ্রই রিয়েলমি লঞ্চ করতে চলেছে তাদের C সিরিজের আরও একটি স্মার্টফোন। আর এই স্মার্টফোনটি হতে চলেছে Realme C25Y। এর লঞ্চ হতেও আর খুব বেশি দেরি নেই। এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Realme C25Y স্মার্টফোন
Realme 8s 5G, Realme 8i ও Realme Pad লঞ্চ হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে। আর এর মধ্যেই Realme আবার লঞ্চ করতে চলেছে আর একটি স্মার্টফোন। এর আগেও আমরা দেখেছিলাম রিয়েলমি লঞ্চ করে দিয়েছিল Realme C25 স্মার্টফোনটিকে। এবার এই স্মার্টফোনটিরইএকটি লাইট ভার্সন লঞ্চ করতে চলেছে রিয়েলমি। এর দামও থাকবে সকলের সাধ্যের মধ্যেই। দাম খুব সম্ভবত 9000 টাকার নিচেই হবে, এমনটাই ধারণা করা হচ্ছে। তবে Realme C25-এর থেকে ক্ষমতায় কিছুটা কম হবে এই স্মার্টফোনটি।
প্রসঙ্গত উল্লেখ্য, Realme C25 এর মধ্যে আমরা পাচ্ছিলাম 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। যার মধ্যে রিফ্রেশ রেট ছিল 60Hz এর। পাচ্ছিলাম আমরা 5000mAh ব্যাটারি এবং 10W-এর চার্জিং সাপোর্ট। ট্রিপল ক্যামেরা সেটআপ ছিল স্মার্টফোনটিতে। 48 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ ছিল সেই স্মার্টফোনটির। সাথে ছিল 8 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরাও।
এবার রিয়েলমি Realme C25Y আমাদের দেশে কি চমকে সাথে আসে সেটার দিকে লক্ষ থাকবে আমাদের। এখনও পর্যন্ত এর স্পেসিফিকেশন্স বা লঞ্চ ডেট সম্পর্কে কোনো রকম হিন্টস পাওয়া যায়নি।