এই মাসের শেষের দিকেই ভারতের বাজারে Realme-র DIZO লঞ্চ করতে চলেছে দুটি অসাধারণ TWS Earbuds, তাদের লক্ষ্য অনেক বড়ো

Realme সাব-ব্রান্ড DIZO এই মাসের শেষের দিকে ভারতে দুটি নতুন TWS Earbuds লঞ্চ করবে বলে 91মোবাইলস সূত্রে জানতে পারছি আমরা। Earbud গুলি প্রিমিয়াম ডিজাইনের সাথে Active Noise Cancelling Technology বিশিষ্ট হতে চলেছে। একই সাথে জানা গেছে আরও গুরুত্বপূর্ণ তথ্য। ইতিমধ্যে সংস্থা দেশে বেশকিছু প্রোডাক্ট লঞ্চ করেছে। যেগুলি গ্রাহকদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে।

নতুন করে আমাদের দেশে আবার Truly Wireless Earbuds লঞ্চের সিদ্ধান্ত ইতিমধ্যেই সংস্থা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। জানা গেছে DIZO, আগামী দুই বছরের মধ্যে দেশে TWS ক্যাটাগরিতে সর্বপ্রথম স্থান দখলের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। সাথে জানা গেছে, এই বছরের শেষের দিকেই Audio Wearable ক্যাটাগরিতে প্রায় 20 টি মতো Smart Entertainment Space লঞ্চ করার পরিকল্পনা নিচ্ছে তারা। 

জেনেনিন : WhatsApp Web ও Desktop-এ আসছে এই দারুন ফিচার, ফটো পাঠানোর আগে করে নেওয়া যাবে এই কাজ

বর্তমানে DIZO GoPods D এবং DIZO Wireless এর জন্যই Gross Merchandise Value তে ফ্লিপকার্ট হিয়ারেবল ক্যাটাগরিতে শীর্ষ 10 ব্র্যান্ডের তালিকায় প্রবেশ করেছে। যা নিঃসন্দেহে একটি ভালো খবর। তারই সাথে DIZO GoPods D Bluetooth Headset বর্তমানে Sub Rs 2,0000 ক্যাটাগরিতে সর্বোচ্চ রেটযুক্ত TWS ইয়ারবাড হিসাবে জায়গা পেয়েছে। অপরদিকে DIZO Wireless সেরা বিক্রেতা এবং ফ্লিপকার্টে 1,000 – 2,000 টাকার ক্যাটাগরিতে সর্বোচ্চ রেটযুক্ত নেকব্যান্ড হিসাবে জায়গা করে নিয়েছে। 

সূত্র মারফত জানা গেছে, সম্ভবত আর কিছুদিন পরেই সংস্থা আগত দুটি Earbuds এর স্পেসিফিকেশন এবং দাম সকলের সামনে টিজ করবে। তবে উল্লেখ্য প্রডাক্ট লঞ্চ ডেট কবে হবে সে তথ্য এখনো পাওয়া সম্ভব হয়নি। DIZO কোম্পানির নতুন এই Earbuds সম্বন্ধে আপনি কি ভাবছেন? তা আমাদের জানাতে ভুলবেন না।