এবার রিয়েলমি C15 নতুন কোয়ালকম এডিশনে লঞ্চ হল ভারতে, কোয়ালকম লাভাররা খুশি হবেন

মাত্র কয়েক মাস আগেই ভারতে রিয়েলমি C15 লঞ্চ করে দিয়েছিল রিয়েলমি। এর মধ্যে যে সমস্ত ফিচার গুলো ছিল সেগুলো রীতিমতো চমকপ্রদক । আর তার সাথে এখানে ছিল মিডিয়াটেকের চিপসেট । এবার তারই সাথে ভারতে লঞ্চ হল এর কোয়ালকম এডিশন। 

চলুন দেখে নেওয়া যাক কি কি স্পেসিফিকেশন পাবেন এই নতুন এডিশনে

রিয়েলমির এই নতুন এডিশনে আপনি প্রায় সমস্ত ফিচারই পাবেন এর মিডিয়াটেক এডিশনের মত।  শুধুমাত্র অল্প কিছু পার্থক্য রয়েছে এরমধ্যে। এখানে আপনি পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 চিপসেট। এর মধ্যে থাকছে 6.5 ইঞ্চ এর এইচডি প্লাস মিনি ড্রপ ডিসপ্লে। আর ম্যাট প্লাস্টিক ইউনিবডি ডিজাইন পেয়ে যাবেন এবং ক্যামেরার মডেলটা স্কয়ার টাইপের । ক্যামেরার কথা বলতে গেলে এর মধ্যে ব্যাক ক্যামেরা তে আপনি পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ । মেন ক্যামেরা 13 মেগাপিক্সেল এর। তারই সাথে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সাথে রয়েছে 2 মেগাপিক্সেল এর মনোক্রম সেন্সর এবং তার সাথে দুই মেগাপিক্সেলের এর রেট্রো লেন্স রয়েছে। সেলফির জন্য রয়েছে 8 মেগাপিক্সেল এর ক্যামেরা।

এর মধ্যে পেয়ে যাবেন মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে 18W চার্জার। নিঃসন্দেহে এই দামের মধ্যে দারুন সমস্ত ফিচার নিয়ে এসেছে নতুন এডিশনের স্মার্টফোন। এর মধ্যে পাচ্ছেন সুপার পাওয়ার সেভিং মোড। এর সাহায্যে 115 মিনিট হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন এবং যার জন্য আপনাকে ব্যাটারি খরচ করতে হবে মাত্র 5% । এটা নিঃসন্দেহে দারুন প্রমিস । ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আপনি ব্যাকে। 

আর আপনি পেয়ে যাবেন তিনটে কার্ড স্লট । যার মধ্যে দুটো সিম এবং তার সাথে একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন একসাথে । যেটাকে এক্সপ্যান্ড করা যাবে 256 জিবি পর্যন্ত । নিঃসন্দেহে এই টাকার মধ্যে দারুণ এক প্রমিসিং স্মার্টফোন হিসেবে গণ্য করা যেতে পারে এই রিয়েলমি C15 কে । তার সাথে যারা কোয়ালকম স্ন্যাপড্রাগন লাভার রয়েছেন তাদের জন্য এই নতুন এডিশন খুবই গ্রহণযোগ্য হবে।

মি স্মার্ট ব্যান্ড 5 এর ফাইনাল রিভিউ দেখুন এখানে