লঞ্চ হয়ে গেল Realme C11 2021 স্মার্টফোন, স্পেসিফিকেশন্স ও প্রাইস জেনেনিন এখুনি

Realme C11 2021 ShresthoTech

আজকে লঞ্চ হয়ে গেল Realme C11-এর সকসেসর Realme C11 2021 স্মার্টফোনটি। এই স্মার্টফোনের মধ্যে কেমন স্পেসিফিকেশনস রয়েছে, কত দাম সমস্ত কিছু আমরা জেনে নেব আজকের আর্টিকেলে। 

Realme C11 2021 স্পেসিফিকেশন্স

Realme C11 2021 এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চি লার্জ ডিসপ্লে। পাওয়া যাবে 2 RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ। স্টোরেজকে 256 GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে।  আর তার সাথে অক্টাকোর UNISOC SC9863A প্রসেসর থাকছে এই স্মার্টফোনটিতে। 

ক্যামেরা হিসেবে সিঙ্গেল 8 MP ক্যামেরা পাওয়া যাবে স্মার্টফোনের মধ্যে। আর তার সাথে সেলফির জন্য থাকছে 5 MP সেলফি ক্যামেরা। পাওয়া যাবে 5000mAh এর ম্যাসিভ ব্যাটারি। পাওয়া যাবে আল্ট্রা সেভিং মোড(Ultra Saving Mode)। থাকছে Micro-USB ক্যাবল ও 3.5mm হেডফোন জ্যাক।

জানেন কি : Verification Request কেন Reject করা হয়েছে এবার থেকে জানাবে Twitter, আসছে এই সুন্দর পদক্ষেপ 

দুটো ন্যানো সিম কার্ড এবং তার সাথে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট পাওয়া যাবে এই স্মার্টফোনটি সাথে। আর দুটি কালার ভেরিয়েন্টে এভেলেবেল থাকবে স্মার্টফোনটি। সেগুলি হল Cool Grey ও Cool Blue। আছে Splash Resistant ডিজাইন। ওটিজি ফাংশনালিটি ব্যবহার করে রিভার্স চার্জিং(Reverse Charging) ফিচারটি ব্যবহার করা যাবে।

Realme C11 2021 স্মার্টফোনটির দাম রাখা হয়েছে 6,999 টাকা। এই স্মার্টফোনটি কিনতে পারে যাবে ফ্লিপকার্ট থেকে এবং তার সাথে রিয়েলমি ইন্ডিয়ার অফিশিয়াল স্টোর থেকে। খুব শীঘ্রই পাওয়া যাবে রিটেইল স্টোর থেকেও। রিয়েলমির এই স্মার্টফোনটি বাজারে অলরেডি উপলব্ধ Techno Spark 7, Lava Z2 Max, Techno Spark Go 2021 স্মার্টফোনগুলোতে কম্পিট করবে।