লঞ্চ হয়ে গেল Realme Beard Trimmer ও Realme Beard Trimmer Plus, জেনে নিন এদের দাম, স্পেসিফিকেশন্স ও সেল ডেট

Realme Beard Trimmer Realme Beard Trimmer Plus ShresthoTech

এর আগেই আমরা জানিয়ে ছিলাম রিয়েলমির তরফ থেকে ভারতে আসতে চলেছে ট্রিমার এবং তার সাথে হেয়ার ড্রায়ার। আর আজকেই লঞ্চ করে দেওয়া হলো রিয়েলমি টেক লাইফ (Realme Tech Life) এর আন্ডারে এই প্রোডাক্ট গুলি কে। দারুন স্পেসিফিকেশন্স রয়েছে এই প্রোডাক্ট গুলির মধ্যে। চলুন দেখে নেওয়া যাক এই প্রোডাক্ট গুলি সম্পর্কে বিস্তারিত।

Realme লঞ্চ করে দিয়েছে বেশ কয়েকটি প্রোডাক্ট 

আজই বেশ কয়েকটি প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে। তার মধ্যে রয়েছে Realme Beard Trimmer, Realme Beard Trimmer Plus এবং তাদের সাথে রয়েছে Realme Hair Dryer। চলুন জেনে নেওয়া যাক সেগুলির স্পেসিফিকেশন্স। 

Realme Beard Trimmer স্পেসিফিকেশন্স 

চলুন প্রথমে দেখে নেওয়া যাক Realme Beard Trimmer সম্পর্কে বিস্তারিত। Realme Beard Trimmer শুধুমাত্র একটি কালার ভেরিয়েন্টে এভেলেবেল রয়েছে। আর সেটা হল ব্ল্যাক। এর মধ্যে রয়েছে কুড়ি লেংথের সেটিংস। থাকছে 0.5mm সে প্রেসিশনের সুবিধা। এর মধ্যে ব্যবহার করা হয়েছে Self-Sharpning Stainless Still Blade। যেটা প্রচন্ড রকমের ডিউরেবল বলে ক্লেম করছে রিয়েলমি।

জানেন কি : ইউটিউব অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য নিয়ে এলো দুর্দান্ত ফিচার, শেয়ার করা যাবে ভিডিও চ্যাপ্টারও

তার সাথে 800mAh এর ব্যাটারি রয়েছে। মাত্র 2 ঘন্টার চার্জে 2 ঘন্টার রান টাইম দেবে। রয়েছে LED ব্যাটারি ইন্ডিকেটর। ফলে ব্যাটারি পার্সেন্টেজ নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না। চার্জের জন্য রয়েছে Type C চার্জিং পোর্ট। চার্জ দিতে দিতেও আপনি ট্রিমিং এর কাজ চালিয়ে যেতে পারবেন।Realme ক্লেইম করছে এর নয়েজও কম। ফলে No Noise Operation এর সুবিধা পাবেন আপনি। সাথে Travel Lock-এর সুবিধা তো থাকছেই। সমস্ত কিছু মিলিয়ে এর ওজন মাত্র 180 গ্রাম। 

Realme Beard Trimmer এর দাম ও সেল ডেট

Realme Beard Trimmer এর দাম রাখা হয়েছে মাত্র 1299 টাকা। সেল শুরু হবে 5 জুলাই দুপুর 12 টায়। কিনতে পাওয়া যাবে Flipkart, realme.com থেকে। পরে আসবে অফলাইন স্টোরেও। 

Realme Beard Trimmer Plus এর স্পেসিফিকেশন্স 

Realme Beard Trimmer এর সাথে লঞ্চ করা হয়েছে Realme Beard Trimmer Plus। এর মধ্যে পাবেন চল্লিশটা লেংথের সেটিংস। থাকছে 0.5mm প্রিসিশন। মাত্র দুই ঘন্টা চার্জ দিয়ে এর মধ্যেও দুই ঘণ্টার রান টাইম পাওয়া যাবে। এর মধ্যেও রয়েছে 800mAh এর ব্যাটারি এবং Type-C চার্জিং পোর্ট। চার্জিং চলাকালীনও আপনি ট্রিম করতে পারবেন। 

জানেন কি : Samsung Galaxy F22 লঞ্চ হওয়ার আগেই জানা গেল অনেক স্পেসিফিকেশন্স, তৈরি হয়ে গেছে Flipkart মাইক্রোসাইট

দুটো Self-Sharpening Stainless Steel Blade ব্যবহৃত হয়েছে এর মধ্যে। রয়েছে IPX7 ওয়াটার রেসিস্টেনসির সুবিধাও। সম্পূর্ণভাবে এটাকে ধুয়ে নিতে পারবেন কোন সমস্যা ছাড়াই। এর ওজন 181.6 গ্রাম। 

Realme Beard Trimmer Plus এর দাম ও সেল ডেট

Realme Beard Trimmer Plus এর দাম রাখা হয়েছে মাত্র 1,999 টাকা। সেল শুরু হবে 5 জুলাই দুপুর 12 টায়। কিনতে পাওয়া যাবে Flipkart, realme.com থেকে। পরে আসবে অফলাইন স্টোরেও। কেমন লাগলো এই দুটি ট্রিমার আপনার? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।