রিয়েলমির এই স্মার্টফোনে থাকবে 60X জুম ! থাকছে আরও ইন্টারেস্টিং ফিচার !

ভারতের বাজারে গতকালই শাওমি লঞ্চ করেছে তাদের Mi10 স্মার্টফোন

 সেই স্মার্টফোন লঞ্চ করার পরপরই মাধব শেঠ, রিয়েলমি ইন্ডিয়ার সিইও একটি টুইট করেন ! আর সেই টুইট করার পরই বেড়ে যায় জল্পনা।

এর আগেও আমরা এই নতুন স্মার্টফোন নিয়ে অনেক গুজব শুনে আসছিলাম । কিন্তু এবার তার ট্যুইটের পর হয়ে যায় সেটা কনফার্ম খবর। 

ভারতের বাজারে রিয়েলমি X3 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়িই । 

কি কি ফিচার থাকছে এই রিয়েলমি X3 স্মার্টফোনে ?

তার টুইটে মাধব শেঠ একটি ছবি পোস্ট করেন । যেখানে তিনি এই ক্যামেরার সাহায্যে তোলা একটি ছবিও শেয়ার করেন । 

তিনি সেই টুইট এর সাথে এই ছবি পোস্ট করেন…

তিনি সেই টুইট এর সাথে এই ছবি পোস্ট করেন । এবং চ্যালেঞ্জ করেন যে সেই ছবির থেকে আরও ভালো একটি ছবি স্মার্ট ফোনের সাহায্যে তুলে দেখাতে। 

সেই রিয়েলমি X3 স্মার্টফোনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ । যার মধ্যে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা । 

আরও জানুন : স্যামসাং আপনার জন্য আনছে ডেবিট কার্ড ! দেখে নিন বিস্তারিত !

সেকেন্ড ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের । আর আরো দুটো ক্যামেরা থাকছে যেগুলো প্রত্যেকটি 2 মেগাপিক্সেলের।

এমনকি এই স্মার্টফোনে থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা । একটা 16 মেগাপিক্সেল এবং অন্যটা 2 মেগাপিক্সেলের ।

ক্যামেরার মধ্যে যেটি সবথেকে আকর্ষণীয় সেটি হল এর 60X জুম। এবং তারই সাথে স্টারি মোড। অর্থাৎ স্টার ফটোগ্রাফিতে যাদের ইন্টারেস্ট। তাদের জন্যই এই মোড টি নিয়ে আসা হচ্ছে বলে মনে করা হচ্ছে ।

কবে লঞ্চ হবে এই স্মার্টফোন ? 

এখনো পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি । জানা যায়নি এর সঠিক স্পেকস বা দাম সম্পর্কেও। 

এই বিষয়ে বিস্তারিত আপডেট আমরা দিতে থাকবো আপনাদের।