সদ্য Realme ব্র্যান্ড ভারতের বাজারে Realme 9 5G এবং Realme 9 SE স্মার্টফোন লঞ্চ করেছে। একই সাথে Realme 9 Pro এবং Realme 9 Pro+ মডেলও গ্রাহকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। তবে এবার শোনা যাচ্ছে সংস্থা ইন্ডিয়ান মার্কেটে আনতে চলেছে Realme 9 সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন। চলুন এখনই দেখে নেওয়া যাক সমস্ত কিছু।
এখনও অবধি কি জানা যাচ্ছে?
সম্প্রতি 91মোবাইলসের সূত্র মারফত জানা গেছে কোম্পানি আগামী মাসে ভারতে আরেকটি নতুন Realme 9 সিরিজের স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। একই সাথে স্মার্টফোনটিতে 108MP ক্যামেরা যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলেও জানা গেছে। অনুমান করা হচ্ছে স্মার্টফোনের নাম হতে পারে Realme 9 SuperZoom। যদিও সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত কোনরকম মন্তব্য করা হয়নি। তাই স্মার্টফোনের সঠিক নাম আমরা অফিশিয়াল আকাউন্সমেন্টের পরেই জানতে পারবো।
কেমন হতে পারে Realme 9 সিরিজের নতুন স্মার্টফোন?
স্মার্টফোনের সঠিক ফিচারস এখনো পর্যন্ত জানা না গেলেও যদি আমরা Realme 9 সিরিজের অন্যান্য স্মার্টফোনের দিকে নজর রাখি তাহলে এ কথা বলা যায় যে স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 6.5-Inch FHD+ Display। একই সাথে পাওয়া যাবে 6GB LPDDR4x RAM এবং 128GB UFS 2.1 ইন্টারনাল স্টোরেজ। একথা পরিষ্কার যে ডিভাইসের মধ্যে অসাধারণ ক্যামেরা সিস্টেম ইনক্লুড থাকবে। স্মার্টফোনের বাকি সমস্ত স্পেসিফিকেশন্স লঞ্চের পরেই জানা সম্ভব হবে এবং তারপরেই এর সঠিক দাম আপনাদের জানাতে পারবো আমরা।
নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনি কতটা এক্সাইটেড? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!