Realme 3 এবং Realme 6 Pro লেটেস্ট এপ্রিল সিকুরিটি প্যাচ আপডেট পেলো ! জেনে নিন কি কি থাকছে এই আপডেটে !

Realme এর বহুচর্চিত ফোন গুলির মধ্যে অন্যতম হলো Realme 3 এবং Realme 6 Pro

Realme কমিউনিটি ফোরামে পাওয়া তথ্য অনুযায়ী, Over-the-air (OTA) আপডেটের মাধ্যমে Realme তার Realme 3 এবং Realme 6 Pro ফোনে লেটেস্ট এপ্রিল সিকুরিটি প্যাচ রোল-আউট করতে শুরু করেছে।

এই আপডেটে Realme 6 Pro তে নতুন কি কি পাওয়া যাবে ?

Realme 6 Pro এর লেটেস্ট সফটওয়্যার ভার্সনটির বিল্ড নম্বর RMX2061_11_A.15।

প্রথমত লেটেস্ট এপ্রিল সিকুরিটি প্যাচ দেওয়া হয়েছে।

ক্যাটালগে বলা হয়েছে, এই আপডেটে স্ট্যাটাস বার এ কিছু পরিবর্তন করা হয়েছে যার ফলে ফোন আনলক আরো ফাস্ট হয়ে যাবে।

PUBG মোবাইল এবং অন্যান্য গেম খেলার সময় ইউজাররা ব্লুটুথ হেডসেট সম্বন্ধীয় বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিল ।

এই আপডেটে এটি ফিক্স করা হয়েছে ।

64 এমপি প্রাইমারি ক্যামেরা এবং ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এর অপটিমাইজেশন করা হয়েছে।

আরও জানুন : প্রায় চার কোটি ভারতীয়র হাতে কোনরকম স্মার্টফোন থাকবে না ! সমীক্ষায় উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য !

ক্যামেরা অ্যাপের ভিতরে কিছু অন্যান্য প্রম্পটও ঠিক করা হয়েছে।

এই আপডেটের অন্যতম বৈশিষ্ট্য হলো আলট্রা-ডার্ক মোড এনেবেল করা হয়েছে।

এই আপডেটে Realme 3 তে নতুন কি কি পাওয়া যাবে?

বিল্ড নম্বর RMX1821EX_11.A.28 ।

লেটেস্ট এপ্রিল সিকুরিটি প্যাচ দেওয়া হয়েছে।

Bug ফিক্সিং করে সিস্টেম স্টেবিলিটি বাড়ানো হয়েছে।

এখনো অবধি ডিভাইসটিতে Android 9 রয়েছে । যা ColorOS 6.0 স্কিন দ্বারা পরিচালিত।

অপডেটটি ইউজাররা Realme এর সাপোর্ট পেজ থেকেও ডাউনলোড করে নিতে পারেন (2.04GB) এবং মেনুয়ালি আপডেট করতে পারে।

এটা বলে রাখা ভালো আপডেটটি কিছু ইউজার আগে পাবেন এবং কিছু ইউজার পরে পাবেন । অর্থাৎ বিভিন্ন ব্যাচ এ অপডেটটি রোল-আউট করা হবে।