23 জুলাই ভারতের বাজারে আসতে চলেছে Realme-র তরফ থেকে বেশ কিছু প্রোডাক্ট, জেনে নিন কোন কোন প্রোডাক্ট লঞ্চ হবে

Realme Launch Event 23 July ShresthoTech

সম্প্রতি শোনা যাচ্ছে Realme সংস্থা বেশ কিছু নতুন প্রোডাক্ট এর সাথে গ্রাহকদের পরিচিত করাতে চলেছে। জানা গেছে আগামী 23 শে জুলাই Realme Watch 2, Realme Watch 2 Pro, Realme Buds Wireless 2, Realme Buds Wireless 2 Neo, Realme Buds Q2 Neo এই 5 টি প্রোডাক্ট ভারতের বাজারে লঞ্চ হবে। এক এক করে আমরা সমস্ত প্রোডাক্ট এর স্পেসিফিকেশন জেনে নেবো।

Realme Watch 2 স্পেসিফিকেশন

এটির মধ্যে আপনি পেয়ে যাবেন 320×320 Pixels Resolution যুক্ত 1.4-inch LCD Display। একইসাথে এটির মধ্যে থাকছে 3-Axis Accelerometer, Heart Rate Sensor এবং Rotor Vibration Motor। এছাড়াও ইনক্লুড রয়েছে Blood Oxygen (SpO2) Measurement, Sleep Detection, Steps Count, Calories, Distance, Activity Record এর সুবিধা। Realme Watch 2 রয়েছে 14 টি Sports Mode। অতিরিক্ত পাবেন 315mAh Battery, যা একটি মাত্র সিঙ্গেল চার্জে 12 দিন পর্যন্ত চলতে প্রস্তুত। 

Realme Watch 2 Pro স্পেসিফিকেশন

Realme Watch 2 Pro ইতিমধ্যেই Malaysia দেশে লঞ্চ হয়ে গেছে। এটি পেয়ে যাবেন 1.75-inch Edge-To-Edge Color Touchscreen Display। যার Display Resolution রাখা হয়েছে 320×385 Pixel। একই সাথে পাবেন 30Hz Refresh Rate। এছাড়াও এটি এর মধ্যে Heart-Rate Sensor, Blood Oxygen Monitoring Sensor, Sleep Time, Steps Count, Calories Consumed, Distance Covered প্রভৃতি অ্যাক্টিভিটি সঠিকভাবে ট্র্যাক করতে সক্ষম।

জেনেনিন : গত ছয় মাসে Twitter India-তে সর্বাধিক ব্যবহৃত Emoji কোনগুলি? উঠে এল সেই ইন্টারেস্টিং তথ্য

একইসঙ্গে পেয়ে যাবেন 90 Sports Modes এবং 390mAh অসাধারণ ব্যাটারি। যা একটিমাত্র সিঙ্গেল চার্জে 14 দিন পর্যন্ত চলতে সক্ষম। এরই পাশাপাশি Text Notifications, Call Notifications, Music Control ইত্যাদি বিষয়বস্তু এটির ম্যাধমে নিমেষেই পরিচালনা করতে পারবেন।

The Realme Buds Wireless 2 স্পেসিফিকেশন

এটির মধ্যে রয়েছে 13.6mm Bass Boost Drivers এবং Sony LDAC Hi-res Audio। এটি 25dB Active Noise Cancellation সাপোর্ট যোগ্য। একই সাথে 88ms low latency Gaming Mode ইনক্লুড রয়েছে এটির মধ্যে। এছাড়াও রয়েছে Magnetic Controls যার মাধ্যমে আপনি আপনার মিউজিক Play/Pause করতে পারবেন। এটির মাধ্যমে আপনি 22 ঘন্টা পর্যন্ত Music Playback করতে পারবেন।

এটিতে ব্যবহৃত হয়েছে DART Fast-Charging সিস্টেম যেটি মাত্র 10 মিনিট ফুল চার্জ প্রদান করে। একই সাথে IPX5 Water-Resistant সুবিধা উপলব্ধ। Realme Link app এর মাধ্যমে এটি আপনি সহজেই ব্যবহার করতে পারবেন।

Realme Buds Wireless 2 Neo স্পেসিফিকেশন

এটিতে রয়েছে 11.2mm Bass Boost Driver এবং house R2 Chip। একই সাথে রয়েছে 88ms low latency Gaming Mode। এটিতেও রয়েছে Magnetic Controls এর সুবিধা। Realme Buds Wireless 2 Neo আপনাকে 17 ঘন্টা Music Playback সুবিধা প্রদান করবে।

এটি Fast-Charging সাপোর্ট। মাত্র 10 মিনিট চার্জ দিয়ে এটি আপনি 12 ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাকের সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও রয়েছে IPX4 Water-Resistant। Realme Link app মাধ্যমে এটি আপনি ব্যবহার করতে পারবেন।

Realme Buds Q2 Neo স্পেসিফিকেশন

এই প্রোডাক্ট এর বিস্তারিত বিবরণ সংস্থার তরফ থেকে এখনো জানানো হয়নি। Realme Buds Q2 Neo টি হতে চলেছে একটি TWS Earbuds। এবং এটি ব্যবহার করতে আপনার কোন অসুবিধা হবে না। এটির মধ্যে Bluetooth 5.0 ইনক্লুড রয়েছে। এছাড়াও পাবেন Outstanding Battery life এবং Fast Charging সুবিধা। 

জেনেনিন : লঞ্চের আগেই Leak হয়ে গেল Samsung Galaxy A22 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম, এখুনি জেনেনিন বিস্তারিত

উল্লেখিত প্রোডাক্টগুলোর দাম এখনও জানা যায়নি। ইতিমধ্যেই Realme সংস্থা অসাধারণ সমস্ত প্রোডাক্ট উপহার দিয়ে ভারতের বাজারে তাদের বিজনেস পদ্ধতিকে ব্যাপকভাবে উন্নত করে তুলেছে। তারই সাথে নতুন করে এই উল্লেখিত প্রোডাক্টগুলি গ্রাহকদের মন জয় করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই।