Razer এবার Clearbot এর সাথে তৈরি করছে সমুদ্র পরিষ্কার করা অত্যাধুনিক রোবট, চমকে দেওয়ার মতো ফিচার্স থাকছে রোবটে

razer is partnering with clearbot to prepare self driving robot that cleans ocean

দিনের-পর-দিন প্লাস্টিকের ব্যবহার বেড়েই চলেছে। আর এখন স্থলভাগের সাথে সাথে প্লাস্টিক দূষণে ভরে গেছে সমগ্র জলভাগও। এমতাবস্থায় দারুণ এক খুশির খবর নিয়ে এলো Clearbot এবং Razer। 

গেমিং ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নাম Razer। এবার তারা পার্টনারশিপ করছে Clearbot-এর সাথে। তারা এক অত্যাধুনিক রোবট তৈরি করছে। এই রোবট সমুদ্রের ভাসমান প্লাস্টিক সংগ্রহ করবে। যে প্লাস্টিক রিসাইকেল করা হবে পরবর্তীকালে। 

Clearbot এবং Razer তৈরি করছে অত্যাধুনিক রোবট

Clearbot সমুদ্র পরিষ্কারের জন্য রোবট তৈরির কাজে অনেকদিন ধরেই নিযুক্ত হয়ে রয়েছে। তারা টার্গেট করেছে 2022 সালের মধ্যেই প্রায় 100 টন আবর্জনা সমুদ্র থেকে তুলে নেবে তারা। শোধন করে তুলবে সমুদ্রকে। নতুনভাবে প্রাণ সঞ্চার ঘটাবে জল জগতেও। এবার Razer এবং Clearbot দুজনে মিলেই এক নতুন ধরনের রোবট তৈরির কাজে নিযুক্ত হয়ে গেছে। তারা তৈরি করে ফেলেছে অত্যাধুনিক এক রোবট। 

তার মধ্যে থাকছে ক্যামেরা এবং Vision AI টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই রোবটে। যা খুব সহজে জলের মধ্যে ভাসমান নোংরা আবর্জনা প্লাস্টিক কে চিনে নেবে। তারপরে এগুলোকে কালেক্ট করে নিয়ে আসবে রিসাইকেল সেন্টারে। এখানেই শেষ নয় সমুদ্র পরিষ্কার করতে করতে সমুদ্র দূষণ সম্বন্ধীয় তথ্য সংগ্রহ করবে এই নতুন রোবট। যা পরবর্তীকালে গবেষণায় কাজে লাগবে। 

জেনে নিন : অসাধারণ ডিস্কাউন্টে পাবেন Asus ROG Phone 3, গেমিং ফোন চাইলে অবশ্যই দেখুন

এই রোবটের মধ্যে রয়েছে AI ক্যাপাবিলিটি। যা ব্যবহার করে নিজে নিজেই সমুদ্রে ঘোরাফেরা করতে পারবে এই রোবট। তারই সাথে উল্লিখিত কাজগুলো সম্পূর্ণ ভাবে নিজে নিজেই করতে পারবে। আর এক গুরুত্বপূর্ণ খবর হল এই রোবট সৌরচালিত। সমুদ্র পরিষ্কার করতে গিয়ে আবার এই রোবট থেকেও দূষণ নিয়ে আর চিন্তা করতে হবে না আমাদের।

দেখেনিন কিভাবে এই রোবট কাজ করে- 

নিঃস্বন্দেহে এটি খুবই সুন্দর পদক্ষেপ। তবে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি অফিশিয়ালি এই রোবটকে কবে সমুদ্রে ছাড়া হবে নোংরা আবর্জনা সংগ্রহ করার জন্য।