আমাদের কারোই জানতে বাকি নেই যে ভারত সরকার 118 টি অ্যাপ । চীন ভারত সম্পর্কে বেশ কিছু সমস্যা সৃষ্টি হবার কারণে ও ভারতীয়দের তথ্য চুরির অভিযোগে এই অ্যাপ ব্যান করেছিল তার মধ্যে ছিল বিখ্যাত গেমিং অ্যাপ পাবজি মোবাইল।
পাবজি মোবাইল ব্যান হওয়ার সঙ্গে টেনসেন্টের শেয়ার অনেক পার্সেন্ট পড়ে যায় কারণ ভারতে বিপুল সংখ্যক গেমার এই গেম খেলতো, একদিনে প্রায় 14 বিলিয়ন ডলার লস হয়।
তারপরেই এই কোরিয়ান গেমিং সংস্থা টেনসেন্টের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটায় যাতে ভারতে তাদেরকে পুনরায় তারা চালু করতে পারে, এবং নতুন আপডেট নিয়ে আসে তাদের গেমে।
এছাড়া তাদের প্রাইভেসী পলিসি রেভাইস করে তারা।
তবে, নতুন প্রতিবেদনে পাবজি মোবাইল লাভারদের জন্য খারাপ খবর পাওয়া গেছে। যারা গেমটির প্রত্যাবর্তন করতে অপেক্ষা করেছিলেন, তারা হয়তো এই খবরে বড্ড হতাশ হবেন। Indian Ministry of Electronics and Information Technology জানিয়েছেন যে তারা এই গেম পুনরায় ফিরিয়ে আনার জন্য কোনো তাড়াহুড়ো করতে চান না, কারণ এখনো বেশ কিছু প্রাইভেসি কনসার্ন রয়ে গেছে।
তাই ভারত সরকারের পরবর্তী কোনো বিবৃতি পাওয়ার আগে পর্যন্ত বলা যায় যে পাবজি ব্যান আপাতত পার্মানেন্ট।
ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে শুধুমাত্র টেনসেন্টের সঙ্গে গাঁটছড়া ছারলে যে প্লে স্টরে এ গেম ব্যাক করে দেয়া যাবে তার কোনো নির্দিষ্টতা নেই।
তথ্য মন্ত্রণালয় থেকে স্পষ্ট বলে দেওয়া হয় যে আমরা কোন নির্দিষ্ট অ্যাপ আন ব্যান করার রিকোয়েস্ট এর ওপর কোনো কমেন্ট করতে চাইনা।
আরও জানুন : বেস্ট IPL প্লান ! কিভাবে ডিজনি+হটস্টারে দেখতে পাবেন আইপিএল 2020 !
তবে যতটা শোনা যাচ্ছে যে পাবজি মোবাইল ভারতীয় টেলিকম সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে,তাই সে ক্ষেত্রে পাবজি মোবাইলের কামব্যাকের একটি রাস্তা থাকতেও পারে।
পাবজি এবং জিও এই বিষয়ে ক্রমশ আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। পাবজি ডেভেলপাররা ভাবছেন যে ইন্ডিয়ার কোন লোকাল পার্টনারের সঙ্গে যদি তারা টাই আপ করেন তাহলে তাদের ইন্ডিয়াতে কাম ব্যাক করার সুযোগ আরো বহুগুণ বেড়ে যাবে।