বিশ্বের বেশ কয়েকটি দেশে পাবজি মোবাইল (PUBG Mobile) কে ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু তবুও এই গেমের জনপ্রিয়তা একটুখানিও হাস পায়নি। রিসেন্টলি সেন্সর টাওয়ার (Sensor Tower) পৃথিবীর সর্বাধিক আর্ন করা মোবাইল গেম (Highest Earning Mobile Games) গুলোর লিস্ট তুলে ধরেছে। যেটা দেখে সেটাই মনে হচ্ছে।
সেন্সর টাওয়ার পৃথিবীর সর্বাধিক আর্ন করা মোবাইল গেম গুলোর লিস্ট তুলে ধরেছে
ভারতের মতো জনবহুল দেশে ব্যান রয়েছে পাবজি মোবাইল। ব্যান রয়েছে বিশ্বের আরও বেশ কয়েকটি দেশেও। তবুও শুধুমাত্র মে মাসেই পাবজি মোবাইল আর্নিং শুনলে যেকেউ হতবাক হয়ে যেতে পারেন। কারণ শুধুমাত্র মে মাসেই পাবজি মোবাইল আর্ন করেছে 258 মিলিয়ন ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় করলে যেটা প্রায় 1855 কোটি টাকা হয়ে যায়।
যেটা গত এক বছরের তুলনায় 5.2 শতাংশ বেশি। এটা থেকেই বোঝা যায় পাবজি মোবাইল এর জনপ্রিয়তা কতটা। চিনা কম্পানি Tencent এর সাথে লিংক থাকার জন্য ভারতে পাবজি মোবাইল কে ব্যান হতে হয়েছিল। পাবজি মোবাইলের ভারতীয় রূপ ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে।
এরই মধ্যে Tencent এর আরও একটি জনপ্রিয় গেম মোবাইল গেম গুলোর মধ্যে আর্নিংয়ের বিচারে প্রথম স্থান দখল করে নিয়েছে। সেই গেমটির নাম Honor of Kings। এই লিস্টে এরপরই রয়েছে Genshin Impact, Roblox, Lineage M, Coin Master এর মত গেমগুলো।
জেনে নিন : Free Fire সম্পর্কে এই হতবাক করা তথ্যগুলি জানেন কি? ফ্রি ফায়ার অজানা কাহিনী
আর এই লিস্টে অষ্টম স্থানে রয়েছে গেরিনা ফ্রী ফায়ার (Garena Free Fire)। যেটার অবস্থান আগের থেকে উন্নত হয়েছে। সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী গেরিনা ফ্রি ফায়ার ইনকাম করেছে 107 মিলিয়ন ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় 785 কোটি টাকার এ্যামাউন্ট হয়ে যায়।
March মাসের তুলনায় যেটা বৃদ্ধি পেয়েছে 29.4 শতাংশ। আর April মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে 19.4 পার্সেন্ট। যেটা রীতিমতো একটি বিশাল এচিভমেন্ট এই গেমের জন্য। আর এই গ্রোথ হবে নাই বা কেন? ভারতের মতো দেশে পাবজি মোবাইল ব্যান হয়ে যাবার পর বহু গেমার ফ্রি ফায়ার গেমে ঝাঁপিয়ে পড়েছেন তা তো নিশ্চিতভাবেই বলা যায়।
জেনে নিন : Google Chrome-এ পাওয়া গেল সিকিউরিটি সংক্রান্ত সমস্যা, জেনেনিন সমাধান
এই হল অ্যাপস্টোর (App Store) এবং গুগল প্লে স্টোরের (Google Play Store) সম্মিলিত রেভিনিউ এর হিসাব। শুধুমাত্র গুগল প্লে স্টোরের হিসাব যদি দেখেন সেখানে দুই নাম্বারে রয়েছে গেরিনা ফ্রী ফায়ার। আর পাবজি মোবাইলের অবস্থান আছে পাঁচ নম্বরে।
নিঃসন্দেহে এই দুটো গেম প্রচন্ডরকম জনপ্রিয় বর্তমান যুব সমাজের কাছে। সেই জন্য এই গেমগুলিকে ব্যান হতেও হয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। সদ্য সদ্য বাংলাদেশের শোনা যাচ্ছিল পাবজি মোবাইলের সাথে ফ্রী ফায়ার কেও ব্যান করে দেওয়া হতে পারে।
অবস্থা যতই প্রতিকূলে থাকুক না কেন, এই হিসাব দেখে মনে হচ্ছে ব্যান হওয়া সত্বেও এদের জনপ্রিয়তা কিছুমাত্র হ্রাস পায়নি। আর আর্নিং তো বেড়েই চলেছে!