Realme Pad এর ব্যাটারি সম্পর্কে পাওয়া যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, কত ব্যাটারি থাকবে? এখুনি জেনেনিন

Realme Pad Tablet ShresthoTech

Realme-র দুটি আপকামিং ডিভাইস রিয়েলমি প্যাড (Realme Pad) এবং রিয়েলমি ল্যাপটপ (Realme Laptop) নিয়ে আমাদের সকলেই রীতিমতো এক্সাইটেড। একের পর এক খবর পাওয়া যাচ্ছে রিয়েলমি প্যাড সম্পর্কে। কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম এই প্যাডের ছবি লিক হয়ে গিয়েছিল অনলাইনে। এবার এই রিয়েলমির প্রথম ট্যাবলেট সম্পর্কে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে। জানতে পারা যাচ্ছে তার ব্যাটারি সম্পর্কে কিছু তথ্য।

অতিসম্প্রতি TUV Rheinland এবং DEKRA সার্টিফিকেশন ওয়েবসাইটে একটি নতুন ব্যাটারি দেখতে পাওয়া গেছে। এই ব্যাটারির ক্যাপাসিটি থেকে মনে করা হচ্ছে এটা রিয়েলমি প্যাডের ব্যাটারি হতে চলেছে। কারণ এই ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া আছে 7000mAh এর।

TUV Rheinland এবং DEKRA-তে রিলমির একটি ব্যাটারি সার্টিফিকেশন পেয়েছে। এর মডেল নাম্বার দেওয়া আছে BLT001। দেখা যাচ্ছে এর ব্যাটারি ক্যাপাসিটি 7000mAh এর। এটা নিঃসন্দেহে এখনো পর্যন্ত কোন ধরনের স্মার্টফোনে আসবে বলে মনে করা হচ্ছে না। তাই মনে করা হচ্ছে এই জায়গানটিক ব্যাটারি হতে চলেছে রিয়েলমি প্যাডেরই। 

জেনেনিন : Flipkart নিয়ে এল Electronics Sale, এখুনি দেখেনিন কোন কোন প্রোডাক্টসে পাবেন হিউজ ডিসকাউন্ট

রিয়েলমি প্যাড নিয়ে মার্কেটে এক্সাইটমেন্ট থাকলেও এখনও পর্যন্ত রিয়েলমির এই প্রথম ট্যাবলেট সম্পর্কে অফিশিয়ালি তেমন কিছু জানানো হয়নি। শুধুমাত্র কয়েকটি ছবি লিক হয়েছিল। কিন্তু সেই ছবি দেখেও বোঝা সম্ভব হয়নি সেটাই ফাইনাল ডিজাইন নাকি সেই ডিজাইনারও পরিবর্তন নিয়ে আসবে রিয়েলমি। 

এবার এর ব্যাটারির সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছেই। কিছু কিছু ক্ষেত্রে এই Pad কে Apple-এর আইপ্যাড থেকে ডিজাইন ইন্সপায়ার্ড বলেই মনে হচ্ছে মনে করা হচ্ছে। এর মধ্যে ফ্ল্যাট এজেস থাকবে এবং তার সাথে থাকবে রাউন্ডেড কর্নার্স। অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের উপর থাকবে Realme UI। সমস্ত কিছু মিলিয়ে রিয়েলমির এই ট্যাবলেট রীতিমতো বাজার গরম করে চলেছে। আপনিও কি এই ট্যাবলেট নিয়ে এক্সাইটেড?