POCO M3 Pro 5G vs Realme 8 5G, কে দিচ্ছে কেমন সুবিধা? তুলনামূলক আলোচনা মিস করবেন না

যে কোন স্মার্টফোন কেনার আগেই আমরা সর্বপ্রথম তার স্পেসিফিকেশনের উপর নজর রাখি। এই টেকনোলজির যুগে আমরা 5G স্মার্টফোনের কথাই ভেবে চলেছি। আজ আমরা POCO M3 Pro 5Gএবং Realme 8 5G এই দুটি স্মার্টফোনের তুলনামূলক বিবরণ জেনে নেব। একইসঙ্গে স্মার্টফোনের গুরুত্বপূর্ণ অংশগুলির বিষয়ে আলোচনা করব এখানে। 

POCO M3 Pro 5G vs Realme 8 5G, কে দিচ্ছে কেমন সুবিধা? 

POCO M3 Pro 5G এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.5-inch FHD+ LCD DotDisplay। এরই সাথে এই স্মার্টফোনটিতে রয়েছে 90Hz refresh rate। Realme 8 5G তে আপনি পেয়ে যাবেন 1080×2400 Pixels সম্পন্ন 6.5 Inch Full HD+ Ultra Smooth Display। থাকছে 90Hz High Refresh Rate।

এবার জেনে নেওয়া যাক Processor এর ব্যাপারে। POCO M3 Pro 5G এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন MediaTek Dimensity 700 SoC।ঠিক অপরদিকে Realme 8 5G স্মার্টফোনটিতেও থাকছে একই Processor। আপনি পেয়ে যাবেন  Dimensity 700 5G Processor।

POCO M3 Pro 5G এর মধ্যে আপনি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ যেখানে 48MP primary sensor রয়েছে, 2MP depth unit এবং 2MP macro lens রয়েছে। একই সাথে পাবেন 8MP সেলফি ক্যামেরা। Realme 8 5G থাকছে 48MP+2MP+2MP Setup এ ট্রিপল ক্যামেরা। এছাড়াও এটিতে আপনি পেয়ে যাবেন 16 MP ফ্রন্ট ক্যামেরা।

জানেন কি : শীঘ্রই POCO নিয়ে আসছে তাদের অডিও প্রোডাক্ট, POCO Bluetooth Wireless Neckband

POCO M3 Pro 5G রয়েছে 5000mAh এর অসাধারণ ব্যাটারি ব্যাকআপ, পাবেন টাইপ-C পোর্ট বিশিষ্ট 18W এর  ফাস্ট চার্জিং এর সু-সুবিধা।অন্যদিকে Realme 8 5G আপনি পেয়ে যাবেন 4500mAh এর ম্যাসিভ ব্যাটারি। একই সাথে প্যাকেজের মধ্যে পাবেন 65W ফাস্ট চার্জার।

স্মার্টফোন গুলির দাম

POCO M3 Pro 5G ভারতীয় মুদ্রায় 4GB+64GB দাম রাখা হয়েছে 13,999 টাকা এবং 6GB+128GB দাম 15,999 টাকা। অন্যদিকে Realme 8 5G স্মার্টফোনটি 3 টি ভেরিয়েন্ট এ পাবেন যেখানে 4GB+64 GB দাম 13,999 টাকা, 4GB+128GB দাম 14,999 টাকা এবং  8GB+128GB দাম 16,999 টাকা।

উল্লেখ্য স্মার্টফোন দুটির বেশকিছু স্পেসিফিকেশন এক থাকলেও এর ব্যাটারি এবং চার্জার ক্ষেত্রে সামান্য কিছু পার্থক্য রয়েছে এবং অপরদিকে Realme 8 5G স্মার্টফোনটি 3 টে ভেরিয়েন্ট এ পাওয়ার সুযোগ পাচ্ছেন।