ভারতে আজ থেকেই শুরু হচ্ছে POCO M3 Pro 5G স্মার্টফোনটির প্রথম সেল। দেখেনিন এর লঞ্চ অফার, প্রাইস, স্পেসিফিকেশন্স সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
POCO M3 Pro 5G এর স্পেসিফিকেশন্স
স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.51 সেন্টিমিটার এর ফুল এচডি প্লাস ডিসপ্লে। ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। যেগুলি 48 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এর। তার সাথে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাবেন MediaTek Dimensity 700 প্রসেসর। আর থাকছে 5000mAh ব্যাটারি।
4GB-64GB এবং 6GB-128GB ভেরিয়েন্ট এর সাথে এই স্মার্টফোন উপলব্ধ থাকছে। পাওয়া যাবে কুল ব্লু, পাওয়ার ব্ল্যাক এবং ইয়েলো এই তিনটি কালারে। পেয়ে যাবেন হাইব্রিড সিম কার্ড স্লট। ক্যামেরার সাথে থাকছে রিয়ার ফ্লাশ এর সুবিধা। স্মার্টফোনটি ওজন মাত্র 190 গ্রাম।
POCO M3 Pro 5G এর সেল কখন?
POCO M3 Pro 5G স্মার্টফোনটি সেল শুরু হবে আজ দুপুর ঠিক বারোটা থেকে। এটিই এই স্মার্টফোনের প্রথম সেল ভারতে। সেল শুরু হচ্ছে ফ্লিপকার্টে।
POCO M3 Pro 5G এর প্রাইস ও অফার
POCO M3 Pro 5G 4GB-64GB ভ্যারিয়েন্টের দাম 13,999 টাকা। আর 6GB-128GB ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা। কিন্তু আজকের প্রথম সেলে আপনি ভ্যারিয়েন্টস দুটি ফ্লিপকার্টে পেয়ে যাবেন যথাক্রমে 13,499 এবং 15,499 টাকা দিয়ে।
জেনেনিন : ম্যাজিক্যাল ক্যামেরা এক্সপিরিয়েন্স চান? Google এর এই স্মার্টফোন পাবেন হতবাক করা ডিস্কাউন্টে
শুধু মাত্র এখানেই থেমে থাকছে না অফার। আপনার কাছে যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি 750 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। SBI ক্রেডিট কার্ডের EMI তেও আপনি 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তা ছাড়াও থাকছে 5% আনলিমিটেড ক্যাশব্যাক এর সুবিধা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থাকলে। সাথে আরও বেশ কিছু সুবিধা থাকছে এই স্মার্টফোনটি প্রথম সেলে।
নিঃসন্দেহে স্মার্টফোনের মধ্যে দারুন সমস্ত স্পেসিফিকেশনস রয়েছে। আপনি যদি স্মার্টফোনটি কেনার কথা ভাবেন তাহলে ঠিক দুপুর 12 টায় আপনাকে যেতে হবে Flipkart-এ।