আসছে Poco F3 GT স্মার্টফোন, জানা গেল Colour Variants ও ডিজাইন সম্পর্কে, কেমন হবে এর ফিচার্স এবং দাম?

POCO F3 GT ShresthoTech

সম্প্রতি জানা গেল Poco F3 GT স্মার্টফোনের Colour Variants। খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে Poco F3 GT স্মার্টফোনটি। এরই সাথে জানা গেছে বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন।

Poco F3 GT সম্ভাব্য স্পেসিফিকেশনস কেমন?

সর্বপ্রথম আমরা জেনে নেবো স্মার্টফোনের ডিসপ্লের ব্যাপারে। Poco F3 GT স্মার্টফোনটিতে থাকছে 2400×1080 রেজুলেশন যুক্ত 6.6-Inch FHD+ AMOLED Display। একই সাথে স্মার্টফোনের মধ্যে Processor হিসাবে সম্ভাব্য থাকতে পারে Octa-Core MediaTek Dimensity 1200 (MT6893) SoC। এছাড়াও ডিভাইসটির মধ্যে আপনি 67W Fast Charging এর পাশাপাশি 5,065mAh Battery পেয়ে যাবেন। 

সিকিউরিটি সিস্টেম হিসাবে থাকতে পারে Side-Mounted Fingerprint Sensor। বর্তমান সময়ে ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্মার্টফোনটির মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে আপনি 64-Megapixel Primary Sensor, 8-Megapixel Ultra-Wide Shooter এবং 2-Megapixel Macro Shooter পেয়ে যাবেন। একই সঙ্গে Selfie তোলার জন্য পেয়ে যাবেন 16-Megapixel Front Camera।

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনের দামের ব্যাপারে উঠে এসেছে এক আশ্চর্য তথ্য। জানা গেছে স্মার্টফোনটি Redmi K40 Gaming Edition এরই রিব্রান্ডেড ভার্সন হতে চলেছে। তাই মনে করা হচ্ছে স্মার্টফোনটির ভারতের বাজারে দাম হতে পারে 23,000 টাকার কাছাকাছিই। 

জেনেনিন : YouTube-এর এই সেটিংস আপনার অনেক সময় বাঁচাবে, অবশ্যই জেনেনিন অসাধারণ ইউটিউব সেটিংস

ইতিমধ্যে স্মার্টফোনটি Gunmetal Silver এবং Predator Black এই দুটি কালার ভেরিয়েন্ট প্রকাশ পেয়েছে। ভারতের বাজারে স্মার্টফোনটি ঠিক কবে আসবে সে সম্বন্ধে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়। তবে শোনা যাচ্ছে আগস্ট মাসের মধ্যেই আমাদের দেশে এটি উপলব্ধ হবে। তাই আপনি যদি এই স্মার্টফোনটি কেনার কথা ভাবেন তাহলে আপনাকে করতে হবে কিছু সময় অপেক্ষা।