Poco শীঘ্রই ভারতে লঞ্চ করতে পারে Gaming Laptop, জেনেনিন স্পেসিফিকেশন্স সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

poco

সম্প্রতি Poco খুব শীঘ্রই ভারতে তাদের প্রথম গেমিং ল্যাপটপ লঞ্চ করার পরিকল্পনা করছে। এমনই ইঙ্গিত পাওয়া গেছে BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে। ইতিমধ্যেই ল্যাপটপের মডেল নাম্বার G16B01W প্রকাশ পেয়েছে। 

এখনও পর্যন্ত কি জানা যাচ্ছে?

এক সূত্র মারফত জানা গেছে চিনে লঞ্চ হওয়া Redmi G ল্যাপটপের সম্ভাব্য রিব্র্যান্ড হিসাবে লঞ্চ হতে পারে এই Poco Gaming Laptop। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন হতে পারে।

Poco Gaming Laptop-এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স

এই গেমিং ল্যাপটপের মধ্যে সম্ভাব্য থাকতে পারে 16-Inch Screen। একই সাথে পাওয়া যাবে 144Hz Refresh Rate। ডিভাইসটির মধ্যে উপস্থিত থাকছে Intel 11th-Generation CPU এবং AMD Ryzen 7 Processor। এরই পাশাপাশি রয়েছে Nvidia 3060 গ্রাফিক্স কার্ড।

জেনেনিন : আপনার সন্তান অত্যধিক পাবজি অথবা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া খেলে? এই ছয়টি সেটিং তাকে রক্ষা করবে, প্রোমোট করছে Krafton, এখনই জেনে নিন

স্টোরেজ হিসাবে থাকছে 16GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ। একই সঙ্গে সম্ভাব্য ইনক্লুড রয়েছে 3,620mAh Cell (15.2V, 55.02Wh)। এখানেই শেষ নয় পাবেন DTS:X Ultra 3D সাউন্ড সিস্টেম, USB Type-C পোর্ট, Wi-Fi 6, Xiao AI Digital Assistant এবং 3-Level Backlit Keyboard।

দাম কত হতে পারে?

ল্যাপটপের দাম কত হবে তা এখনো অবধি সঠিক ভাবে জানানো হয়নি। তবে যদি আমরা চিনে লঞ্চ হওয়া ল্যাপটপের সাথে তুলনা করি তবে ডিভাইসটির বেস ভেরিয়েন্টের দাম শুরু হতে পারে 64,900 টাকা থেকে। 

ল্যাপটপটি মূলত গেমারদের উদ্দেশ্যে করেই নির্মিত হতে চলেছে। অর্থাৎ এই কথা পরিষ্কার যে গেমারদের ব্যাপকভাবে দৃষ্টি আকর্ষণ করতে চলেছে এই গেমিং ল্যাপটপ। নতুন এই ডিভাইস সমন্ধে  আপনি কতটা এক্সসাইটেড? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।