আমরা জানি Pixel Buds A-Series TWS Earbuds এই বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছিল। সম্প্রতি এবার ভারতের বাজারেও লঞ্চ হয়ে গেল এই TWS Earbuds। ইতিমধ্যেই এর স্পেসিফিকেশনস ও দাম জানা গেছে। এখুনি জেনেনিন বিস্তারিত ভাবে।
Google Pixel Buds A-Series স্পেসিফিকেশনস
Google Pixel Buds A-Series এর মধ্যে 12mm Custom Dynamic Drivers রয়েছে। একই সাথে পাওয়া যাবে Bass Boost Mode। এছাড়াও রয়েছে Adaptive Sound ফিচার যা আপনার চারপাশের উপর নির্ভর করে Volume Base বৃদ্ধি বা হ্রাস করতে সক্ষম। এরই পাশাপাশি এটিতে ব্যবহৃত হয়েছে Beamforming Mic যা Voice Call চলাকালীন অসাধারণ ভয়েস পরিবেশন করবে। একই সাথে আপনার চারপাশে উৎপন্ন শব্দকে কমাতে সহায়তা করবে।
এছাড়াও থাকছে IPX4 Sweat এবং Splash Resistance-এর সুবিধা। পেয়ে যাবেন Google Assistant-এর সুবিধা। “Hey Google, Play My Music” ইত্যাদি কম্যান্ড দেওয়া মাত্রই কাজ করে দেবে। আরও পাবেন বাংলা, হিন্দি, তামিল সহ 40 টিরও বেশি Language Translation-এর সুবিধা। এটি ব্যবহারের জন্য আপনার ডিভাইসটিকে ন্যূনতম Google Pixel অথবা Android 6.0+ হতে হবে।
সিঙ্গেল চার্জে এটি আপনি 5 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। একই সাথে Charging Case মাধ্যমে আপনি একদিনেরও বেশি ব্যাটারি পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়াও সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে মাত্র 15 মিনিট চার্জ দিয়ে এটি আপনি 3 ঘণ্টা পর্যন্ত মিউজিক উপভোগের সুবিধা পাবেন।
দাম কত রাখা হয়েছে?
ইতিমধ্যেই আমাদের দেশে উপলব্ধ হয়ে গেছে এই Earbuds। Google Pixel Buds A-Series TWS Earbuds-এর সম্ভাব্য দাম রাখা হয়েছে $99 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 7,400 টাকা।
কিভাবে কিনবেন এই Pixel Buds?
এই প্রোডাক্টটি আমাদের দেশে শুধুমাত্র White কালার ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। গ্রাহকরা এটি আগামী আগস্ট মাসের 25 তারিখ থেকে Flipkart, Reliance Digital এবং Tata Cliq মাধ্যমে কিনে নিতে পারবেন। কেমন লাগলো আপনার এই Earbuds? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।