Earbuds-এর সাথেই রয়েছে Power Bank! লঞ্চ হয়ে গেল অভিনব Philips SBH2515 এবং TAT3225 TWS Earbuds, জেনেনিন বিস্তারিত

Philips TWS Earbuds ShresthoTech

Philips সংস্থা দুটি নতুন True Wireless Earbuds ভারতের বাজারে লঞ্চ করে দিল। যার প্রথমটি হল পাওয়ার ব্যাংক চার্জিং কেস যুক্ত SBH2515 এবং দ্বিতীয়টি হল TAT3225। চলুন জেনে নেওয়া যাক কেমন স্পেসিফিকেশন রয়েছে। এছাড়াও জেনে নেব এদের দামও। 

Philips SBH2515 Earbuds স্পেসিফিকেশনস

এটি একটি অসাধারণ TWD Earbuds। এটির মধ্যে আপনি পাওয়ার ব্যাংক চার্জিং কেস পেয়ে যাবেন। যার মধ্যে রয়েছে 3,350mAh হিউজ ব্যাটারি। এমার্জেন্সী সিচুয়েশন স্মার্টফোনের ব্যাটারি লো হেহে গেলে এটার সাহায্যে চার্জ দিয়ে নিতে পারবেন। চার্জিং কেসের মাধ্যমে 110 ঘন্টার বেশি সময় মিউজিক প্লেব্যাক সুবিধা দেয়। Earbud পুরোপুরি চার্জ হতে 1.5 ঘন্টা সময় লাগে। একই সাথে সিঙ্গেল চার্জে 5 ঘন্টা মিউজিক প্লেব্যাক সুবিধা প্রদান করে। 

এটির মধ্যে রয়েছে 6mm Drivers এবং সিঙ্গেল Earbud ক্ষেত্রে রয়েছে Mono Playback Mode। এছাড়াও এটিতে Bluetooth মাধ্যমে ইনস্ট্যান্ট পেয়ারিং এর সুবিধা রয়েছে। আরও পাবেন Multifunction Button এবং Multiple Audio Playback কন্ট্রোল সুবিধা। এক কথায় এটির মধ্যে পাবেন সুনির্দিষ্ট ফিটিং। 

Philips TAT3225 Earbuds-এর স্পেসিফিকেশনস

এই Earbuds-এ পেয়ে যাবেন Bluetooth 5.2 Wireless কানেক্টিভিটি সুবিধা। একইসঙ্গে পেয়ে যাবেন Mono এবং Stereo Playback Modes। এটির মাধ্যমে আপনি পরিষ্কার ভয়েস কলের আনন্দ উপভোগ করতে পারবেন। এছাড়াও IPX4 সার্টিফাইড এটি। এরই পাশাপাশি এটির মধ্যে রয়েছে 13mm Drivers। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে আপনি “Rich Bass” বিশিষ্ট সাউন্ড উপভোগ করতে পারবেন এটির মাধ্যমে। 

জেনেনিন : 6000 টাকা দাম কমে গেল 7000mAh ব্যাটারি যুক্ত Samsung Galaxy F62 স্মার্টফোনের, সাথে থাকছে আরও অফার, এখুনি জেনেনিন

ব্যাটারি লাইফের ক্ষেত্রে, Earbuds গুলি 6 ঘন্টা এবং চার্জিং কেসের মাধ্যমে 18 ঘন্টার ব্যাটারি পারফরম্যান্স অফার করে। Earbuds পুরোপুরি চার্জ হতে 2 ঘণ্টা সময় লাগে। 

দাম কত রাখা হয়েছে?

আমাদের দেশে ইতিমধ্যেই এই Earbuds উপলব্ধ রয়েছে। সংস্থার তরফ থেকে Philips SBH2515 দাম নির্ধারণ করা হয়েছে 9,990 টাকা। একই সাথে TAT3225 জন্য আপনাকে খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় 7,990 টাকা। Philips জানিয়েছে Flipkart Big Saving Days সেল প্রোডাক্ট গুলি কেনা যাবে। তবে এই মুহূর্তে ই-কমার্স প্লাটফর্মে উপলব্ধ নেই প্রোডাক্ট গুলি। 

উল্লেখিত Earbuds গুলির ফিচারস বেশ ভালো হলেও আপনাকে মনে রাখতে হবে উভয় ক্ষেত্রেই আপনি Active Noise Cancellation ফিচারস পাচ্ছেন না। কেমন লাগলো আপনার এই নতুন প্রোডাক্টস দুটি?  অবশ্যই জানাতে ভুলবেন না।