iPhone 12 Pro Max অর্ডার দিয়ে পেলেন Apple Juice, হতবাক করা ঘটনা ঘটেছে চীনে

অনলাইনে এক ধরনের প্রোডাক্ট অর্ডার দিয়ে তার সম্পূর্ণ উল্টো প্রোডাক্ট পেয়ে যাওয়ার নিদর্শন রয়েছে অনেক। এই রকম সিচুয়েশনে আমাদের অনেককেই পড়তে হয়। সম্প্রতি এমনই একটা ব্যাপার ঘটে গেছে চীনের এক মহিলার সাথে। তিনি iPhone 12 Pro Max অর্ডার দিয়েছিলেন।

অর্ডার দিয়েছিলেন অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নয়। তিনি অর্ডার দিয়েছিলেন সরাসরি অ্যাপেল এর অফিশিয়াল ওয়েবসাইট থেকেই। মহিলার নাম লিউ। কিন্তু যখন প্রোডাক্ট ডেলিভার করা হয় তখন তিনি দেখে হতবাক হয়ে যান। তার কাছে ডেলিভার করা হয়েছে অ্যাপেল ফ্লেভারড ইয়োগার্ট ড্রিঙ্ক। সমস্ত বিষয়টি জানিয়ে তিনি চাইনিজ সোশ্যাল মিডিয়া Weibo তে বিস্তারিত পোস্ট করেন। যেটা ভাইরাল হতে দেরি হয়নি। 

তিনি এটাও জানান এর জন্য তাকে খরচ করতে হয়েছিল 1500 ইউ এস ডলার অর্থাৎ প্রায় 110394 টাকা। নিঃসন্দেহে এত টাকার প্রোডাক্টে এমন ভুল ডেলিভার করা হয়েছে বলে তিনি ক্লেইম করাতে Apple এবং তার সাথে তাদের কুরিয়ার ডেলিভারি পার্টনার Express Mail Service এই বিষয়ে ইনভেস্টিগেশন শুরু করেন। 

জেনে নিন : WhatsApp নিয়ে আসছে নতুন আপডেট, এবার মনের মত Stickerতৈরি করা হবে খুবই সহজ

পরে তারা দুজনেই জানান যে তার পছন্দের এবং তার অর্ডার করা অ্যাপেলের প্রোডাক্টই তাকে ডেলিভারি করা হয়েছিল। তবে লিউ জানিয়েছেন লোকাল পুলিশ অথরিটিকে এবং এই বিষয়ে যাবতীয় ইনভেস্টিগেশন এখনো চলছে।

এরকম ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই সময়েও অনলাইনে শপিং করে মাঝে মাঝে আমাদের কেমন সমস্যায় পড়তে হতে পারে। অবশ্যই এইসব বিষয়ে সচেতন থাকতে হবে আমাদের সকলকে। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।