আজই লঞ্চ হয়ে গেল OPPO Reno 6, Reno 6 Pro 5G স্মার্টফোন, জেনেনিন ফিচার্স, দাম এবং Sale Date

OPPO Reno 6 Series ShresthoTech

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Reno 6 Series এর দুটি Premium Smartphones। যার একটি Oppo Reno6 এবং অপরটি Oppo Reno6 Pro 5G স্মার্টফোন। চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোন দুটির স্পেসিফিকেশন কেমন রয়েছে।

OPPO Reno 6 স্পেসিফিকেশন

এই স্মার্টফোনটি Android 11 ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.43-Inch FHD+ AMOLED Display এবং 90Hz Refresh Rate। একই সাথে স্মার্টফোনটিতে Processor হিসাবে পাবেন Dimensity 900 SoC। যেটি একটি 5G প্রসেসর। স্মার্টফোনটির ক্যামেরা বেশ ভালো। ক্যামেরা হিসাবে পাবেন Triple-Camera Setup যার মধ্যে রয়েছে 64MP Primary Camera, 8MP Ultra-Wide Lens এবং 2MP Macro Sensor। একই সঙ্গে 32MP Selfie Camera পেয়ে যাবেন। এছাড়াও স্মার্টফোনটির মধ্যে রয়েছে 65W Fast Charging এর সুবিধা যুক্ত 4300mAh Battery। 

OPPO Reno 6 Pro 5G স্পেসিফিকেশন

এই স্মার্টফোনের মধ্যে আপনি ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.55-inch FHD+ Curved AMOLED Display। একই সাথে স্মার্টফোনের মধ্যে আপনি পাবেন MediaTek Dimensity 1200 Processor এবং 4500mAh Battery। এছাড়া স্মার্টফোনটির অবশিষ্ট স্পেসিফিকেশনের মধ্যে আর তেমন কিছু তারতম্য লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ স্মার্টফোনটির বেশকিছু স্পেসিফিকেশন OPPO Reno 6 স্মার্টফোনটির মতই। 

জেনেনিন : আসছে Poco F3 GT স্মার্টফোন, জানা গেল Colour Variants ও ডিজাইন সম্পর্কে, কেমন হবে এর ফিচার্স এবং দাম?

দাম কত রাখা হয়েছে?

OPPO Reno 6 স্মার্টফোনটি আপনি শুধুমাত্র একটি ভেরিয়েন্ট পাবেন, 8GB RAM+128GB। এর দাম রাখা হয়েছে 29,990 টাকা। অপরদিকে OPPO Reno 6 Pro 5G স্মার্টফোনটির 12GB + 256GB Storage এর দাম 39,990 টাকা। 

সেল Date কবে?

লঞ্চের পাশাপাশি সেল Date পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। স্মার্টফোনগুলি Aurora Glow এবং Stellar Black Colour ভেরিয়েন্ট এ মুক্তি পেয়েছে। আগামী 20th জুলাই থেকে গ্রাহকরা এটি Flipkart, Oppo Online store, Reliance Digital, Vijay Sales, Croma এবং বিভিন্ন Retailers থেকে কিনে নিতে পারবেন।