ফাঁস হয়ে গেল Oppo A16K স্মার্টফোন সম্পর্কে অনেক তথ্য, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

গতবছর ফিলিপাইনে লঞ্চ হয়েছে Oppo A16K স্মার্টফোন। সম্প্রতি Mahesh Telecom-এর তথ্য অনুযায়ী জানা যাচ্ছে কোম্পানি শীঘ্রই ভারতের বাজারে স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। ইতিমধ্যে স্মার্টফোনের স্পেসিফিকেশন্স এবং দাম ফাঁস হয়েছে। চলুন দেখে নেওয়া যাক খুঁটিনাটি।

Oppo A16K স্পেসিফিকেশন্স কেমন হতে চলেছে?

এই স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 1600 x 720 Pixel রেজুলিউশন যুক্ত 6.52-Inch HD+ LCD Display। একই সাথে থাকছে 60Hz Refresh Rate, 269ppi Pixel Density, 1500:1 Contrast Ratio এবং 480 Nits Brightness সুবিধা। 

স্মার্টফোনের মধ্যে থাকতে পারে IMG GE8320 GPU সহ Octa-Core MediaTek Helio G35 Processor। স্টোরেজ হিসাবে পাওয়া যাবে 3GB LPDDR4X RAM এবং 32GB eMMC 5.1 স্টোরেজ। এছাড়াও micro-SD Card ব্যবহার করে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

এখানেই শেষ নয় ইনক্লুড হতে চলেছে 13MP Rear ক্যামেরার পাশাপাশি 5MP সেলফি ক্যামেরা। ডিভাইসটি Android 11 ColorOS 11.1 উপর নির্ভর করে পরিচালিত হবে। আরো রয়েছে 4230mAh ব্যাটারি এবং 10W চার্জার। 

জেনেনিন : iPhone 14 আসছে বড় চমক নিয়ে! পরিবর্তন থাকছে এই সকল বিষয়ে

সাথে থাকছে Dual-band WiFi, 4G, Bluetooth 5.0, USB 2.0 Micro-USB, GPS এবং Face Unlock সিস্টেম। তারই সাথে পাওয়া যাবে Corning Gorilla Glass 3 প্রটেকশন। স্মার্টফোনের পরিমাপ এবং ওজন রাখা হয়েছে যথাক্রমে 164 x 75.4 x 7.85mm এবং 175 গ্রাম। 

দাম কত হতে পারে?

স্মার্টফোনটির 3GB + 32GB ভেরিয়েন্টের দাম হতে পারে 10,490 টাকা। এটি Black এবং Blue কালার অপশনে পাওয়া যাবে। এখনও এর সঠিক লঞ্চ ডেট জানা না গেলেও আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তা জানতে পারবো আমরা। 

নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনি কতটা এক্সাইটেড? অবশ্যই জানাতে ভুলবেন না।

কেমন লাগলো আপনার এই নতুন স্মার্ট গ্লাস? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!