OnePlus লঞ্চ করে দিল OnePlus TV Camera, দেখেনিন এর স্পেসিফিকেশন্স, দাম ও সেল ডেট

oneplus tv camera launched specification price sale date

OnePlus Nord CE 5G স্মার্টফোন এবং OnePlus U1 Smart TV-র সাথে ওয়ানপ্লাস আজকে একটি নতুন এক্সেসরিজ লঞ্চ করে দিয়েছে। যার নাম ওয়ান প্লাস টিভি ক্যামেরা। এর মাধ্যমে খুব সুন্দর ভাবে আপনি যোগাযোগ স্থাপন করতে পারবেন আপনার প্রিয়জনদের সাথে। দেখে নেওয়া যাক এই OnePlus TV Camera-র ফিচারস, দাম সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

OnePlus TV Camera ফিচারস 

OnePlus TV Camera ক্যামেরা সম্পূর্ণভাবে মেটালিক। এরমধ্যে ক্যামেরাটি একপাশে অবস্থিত। একটি ক্যামেরা শাটারও রয়েছে। যার ফলে যখন প্রয়োজন হবে না তখন এই ক্যামেরটিকে আপনি ঢেকে রাখতে পারবেন। সামনের দিকে ওয়ানপ্লাস এর ব্র্যান্ডিং রয়েছে। এই ব্যান্ডিং অবস্থিত ওই শাটারের ওপরেই। তার সাথে দুই প্রান্তে রয়েছে দুটো মাইক্রোফোন। থাকছে মাইক্রোফোন নয়েজ কানসেলেশনের সুবিধা। এর ওজন মাত্র 46.6 গ্রাম। 

এটি সাপোর্ট করে Google Duo। এই ওয়ানপ্লাস এর স্মার্ট টিভি ক্যামেরা কে আপনি ওয়ানপ্লাস স্মার্টটিভির সাথে ব্যবহার করতে পারবেন। এবং এটা ব্যবহার করার জন্য সিম্প্লি আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিন আপনার স্মার্টটিভিতে।

জেনেনিন : Jio ইউজাররা WhatsApp এর মাধ্যমেই দেখতে পারবেন এলাকায় Vaccine Availability! জেনে নিন কিভাবে

তারপর যাবতীয় পারমিশন গুলো দিয়ে দিলেই হবে। সমস্ত কিছু করা হয়ে গেলে ইউএসবি পোর্ট টিকে প্লাগ ইন করে নিন আপনার স্মার্ট টিভির সাথে।ম্যাগনেটিক হোল্ডার এর সাহায্য নিয়ে এই ওয়ান প্লাস টিভি ক্যামেরা কে টিভির উপরে সেট করে দিন। আর উপভোগ করতে থাকুন 1080p রিজলউসনের ক্লারিটি।

কোন কোন ওয়ানপ্লাস স্মার্ট টিভির সাথে এই ক্যামেরা ব্যবহার করা যাবে? 

ওয়ানপ্লাস এর এই ক্যামেরাকে ব্যবহার করা যাবে ওয়ানপ্লাসের TV Q এবং U সিরিজের স্মার্টটিভির সাথে। অর্থাৎ OnePlus TV Q1, OnePlus TV Q1 Pro, OnePlus TV U1 এর সাথেই। 

কবে থেকে শুরু হচ্ছে এই OnePlus TV Camera-র সেল? 

ওয়ানপ্লাস টিভি ক্যামেরার সেল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনি সরাসরি ওয়ানপ্লাস এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই এ্যাক্সেসরিজ কিনে নিতে পারবেন। 

আগামীকালই Xiaomi-র তরফ থেকে তাদের টিভি ক্যামেরার লঞ্চের ব্যাপারে হিন্টস দেওয়া হয়েছিল। তার পর আজই OnePlus লঞ্চ করেদিল OnePlus TV Camera। এবার টিভি ক্যামেরার দিক থেকেও ব্যান্ডগুলোর মধ্যে কম্পিটিশন বেড়েই যাচ্ছে। এবার আমরা অপেক্ষায় থাকবো শাওমি তাদের TV ক্যামেরা নিয়ে কবে আসে তার দিকে।