এর আগেই আমরা জানিয়েছিলাম ওয়ানপ্লাস তাদের ওয়ানপ্লাস প্যাড (OnePlus Pad) এর ট্রেডমার্ক ফাইল করেছে EUIPO ওয়েবসাইটে। যেটা থেকে আমরা বুঝতে পারছিলাম ভিভো, রিয়েলমি-র মত ওয়ানপ্লাসও এবার ট্যাবলেট তৈরির আসরে নেমে পড়েছে। এবার সদ্য সদ্য আরেক হিন্টস পাওয়া যাচ্ছে। যেটা থেকে বোঝা যাচ্ছে ভারতীয় মার্কেটেও চলে আসবে এই ট্যাবলেট।
ভারতেও ওয়ানপ্লাস নিয়ে আসতে চলেছে তাদের ট্যাবলেট
এতদিন ধরে ওয়ানপ্লাস ফোনের বাজারে একের পর এক চমক এনেছে। তারপর ধীরে ধীরে অন্যান্য প্রোডাক্ট এর দিকে ঝুঁকেছে তারা। তৈরি করেছে স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভিও। এবার তারা তৈরি করতে চলেছে ট্যাবলেট। যে বিষয়ে আপনাদের জানিয়ে ছিলাম আমরা আগেই। এবার ওয়ানপ্লাসের এই ট্যাবলেট ভারতেও চলে আসবে সে বিষয়ে নিশ্চিত হওয়া গেল।
অতিসম্প্রতি ভারতেও ওয়ান প্লাস OnePlus Pad-এর ট্রেডমার্ক ফাইল করেছে। এমন তথ্যই সামনে এনেছে 91মোবাইলস। এর এপ্লিকেশন নাম্বার রয়েছে 5030823 এবং এটি ক্লাস 9 এর মধ্যে রয়েছে। যা প্রকৃতপক্ষে স্মার্টফোন এবং ট্যাবলেট এরই ক্যাটাগরি। যেটা থেকে একটা বিষয় নিশ্চিত হওয়া যাচ্ছে যে ওয়ানপ্লাস তাদের ট্যাবলেট ভারতের মার্কেটেও নিয়ে আসতে চলেছে।
সম্প্রতি ওয়ানপ্লাস ব্যান্ড(OnePlus Band) লঞ্চ করেছে ভারতের মার্কেটে এবং Wearable ক্যাটাগরিতে তারা বিখ্যাত ভারতীয় ক্রিকেটের বুমরাহ কে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। ভারতের বাজার দখলে কোমড় বেঁধে নেমেছে OnePlus। আর তারই সাথে আবার আসছে তাদের এই প্যাডও।
তবে কবে লঞ্চ হবে তাদের এই ট্যাবলেট সে বিষয়ে কোনো রকম খবর পাওয়া যায়নি। জানা যায়নি এর স্পেসিফিকেশনস কেমন হতে পারে সেটাও। তবে সমস্ত কিছুর ওপরই নজর রাখব আমরা। আর জানাতে থাকবো আপনাদের।