Oneplus Nord CE 5G তে থাকবে 64 MP প্রাইমারি ক্যামেরা, কনফার্ম খবর, দেখেনিন এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স, দাম

জুন মাসের 10 তারিখে অর্থাৎ আর কয়েকদিন পরেই লঞ্চ হতে চলেছে Oneplus Nord CE 5G স্মার্টফোনটি। ইতিমধ্যেই স্মার্টফোন সম্পর্কে বেশকিছু স্পেসিফিকেশনস আমরা জানতে পেরে গেছি। আর আজ ওয়ানপ্লাস (Oneplus) এর তরফ থেকে জানানো হল এই স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেল এর। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স কি হতে পারে সেগুলি। 

Oneplus Nord CE 5G স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন্স

মনে করা হচ্ছে Oneplus Nord CE 5G এ স্মার্টফোনটির মধ্যে থাকবে 6.43 ইঞ্চির FHD+ এমোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 90Hz এর। প্রসেসর হিসাবে থাকতে পারে Qualcomm Snapdragon 750G। 

আর ক্যামেরার কথা বলতে গেলে এই স্মার্টফোনে থাকবে 64 মেগাপিক্সেল এর প্রাইমারি সেন্সার। এটা কনফার্ম করে দেওয়া হয়েছে Oneplus এর তরফ থেকেই। তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ডেফথ ইউনিট। আর থাকতে পারে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা থাকবে বাঁদিকে উপরের কোনায় একটি পাঞ্চ হোলে।

জেনে নিন : মাত্র 7500 টাকা দিয়ে Realme নিয়ে আসতে চলেছে 5G স্মার্টফোন, অবিশ্বাস্য ঘোষণা করলেন মাধব সেঠ

এর থিকনেস হতে পারে 7.9mm। ব্যাটারি হিসাবে স্মার্টফোনে থাকতে পারে 4500mAh এর ব্যাটারি। আর সেই ব্যাটারীকে চার্জ দেওয়ার জন্য 30w এর ফাস্ট চার্জিং সাপোর্ট। সিকিউরিটির কথা বলতে গেলে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর তারই সাথে মিউজিক লাভারদের কথা ভেবে সেই পুরনো 3.5mm অডিও জ্যাক কে আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে। 

কত দাম হতে পারে এই স্মার্টফোনের?

ওয়ানপ্লাস স্মার্টফোনের দাম কত হতে পারে সেই বিষয়ে এখনও ওয়ানপ্লাস এর তরফ থেকে কোনরকম ঘোষণা করা হয়নি। তবু মনে করা হচ্ছে এর দাম 25 হাজারের মধ্যেই থাকতে পারে। এর কনফার্ম স্পেসিফিকেশন সহ দাম জানার জন্য আমাদের ওয়েট করতে হবে আর মাত্র কয়েকটা দিন।