ফাঁস হয়ে গেল OnePlus Nord CE 5G এর দাম, জেনে নিন বিস্তারিত

oneplus nord ce 5g price leaked online checkout expected specifications and launch date

One Plus তাদের স্মার্টফোন গুলিকে সুন্দর ভাবে সকলের সামনে পরিবেশন করে চলেছে। সম্প্রতি দীর্ঘ প্রতীক্ষার পর One Plus নিয়ে আসতে চলেছে OnePlus Nord CE 5G স্মার্টফোন। আর আজই এই স্মার্টফোনের প্রাইস লিক হয়ে গেল। 

কেমন দাম হতে চলেছে OnePlus Nord CE 5G স্মার্টফোনটির?

OnePlus Nord CE 5G দাম ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। আর এই তথ্য ফাঁস হয়ে গেছে HDFC ব্যাংকের এক ডকুমেন্ট ফাঁস হয়ে যাওয়ার মাধ্যমেই। এই তথ্য ফাঁস করে জনপ্রিয় লিকস্টার Mukul Sharma জানিয়েছেন OnePlus Nord CE 5G (8GB+128GB) দাম 22,999 টাকা। এছাড়াও আপনি যদি একজন HDFC Bank গ্রাহক হয়ে থাকেন তবে সে ক্ষেত্রে 1,000 আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে দিতে হবে 21,999 টাকা।

কেমন স্পেসিফিকেশন রয়েছে এই স্মার্টফোনের মধ্যে-

প্রথমেই আসি ডিসপ্লের ব্যাপারে। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন  6.43-inch AMOLED Display। সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসাবে এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন Qualcomm Snapdragon 750G কে।

এবার আসি ক্যামেরার ব্যাপারে। এই স্মার্টফোনের ক্যামেরা সেটআপ এর কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন pill-shaped ট্রিপল camera সেটআপ। যেখানে  64-megapixel প্রাইমারি ক্যামেরা, 8-megapixel ultra-wide lens এবং 2-megapixel depth sensor থাকছে।

জেনে নিন : খুব শীঘ্রই ভারতে আসছে গুগলের Pixel Buds A, জেনে নিন এখনও পর্যন্ত কি জানতে পারছি আমরা

ব্যাটারির কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 4500mAh এর ম্যাসিভ ব্যাটারি। একই সাথে পাবেন 30W ফাস্ট চার্জার। এছাড়াও এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন Display Fingerprint এর সুবিধা। ফোনটির থিকনেস মাত্র 7.9mm। একই সাথে পাবেন 3.5m অডিও জ্যাক। যেটা অত্যন্ত ডিমান্ডের জন্য ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। 

OnePlus Nord CE 5G কবে লঞ্চ হচ্ছে?

মাত্র কয়েক দিন পরই অর্থাৎ June 10 তারিখে লঞ্চ হচ্ছে এই স্মার্টফোনটি। লঞ্চের কিছুদিন পরেই গ্রাহকরা অনলাইন প্লাটফর্ম থেকে স্মার্টফোনটিকে কিনতে সক্ষম হবেন।