OnePlus Nord CE 5G এর Battery এবং Charger কেমন হবে? জানালো OnePlus নিজেই

oneplus nord ce 5g battery and charger information shared by oneplus

কিছুদিন আগেই সংস্থা OnePlus Nord CE 5G কথা সকলের সামনে প্রকাশ করেছে। সম্প্রতি দীর্ঘ প্রতীক্ষার পর OnePlus জানিয়ে দিল OnePlus Nord CE 5G স্মার্টফোনের Battery & Charger কেমন হবে। মাত্র কয়েকদিন পরেই লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি জানতে পারছি আমরা।

কি জানিয়েছে আজ OnePlus?

আজই OnePlus এক টুইটের মাধ্যমে জানিয়েছে যে এই স্মার্টফোনটির আপনি পেয়ে যাবেন 4500mAh এর ম্যাসিভ ব্যাটারি। একই সাথে পাবেন 30W ফাস্ট চার্জার। এটিতে Warp Charge 30T Plus Charging Technology ইনক্লুড করা হয়েছে। সবথেকে বড় সুবিধা হল 0-70% চার্জ মাত্র 30 Minutes এ হয়ে যাবে। যা নিঃসন্দে খুবই ভালো ব্যাপার। এছাড়াও জেনে নেওয়া যাক মোবাইলটির স্পেসিফিকেশন কেমন রয়েছে!

OnePlus Nord CE 5G স্পেসিফিকেশন কেমন রয়েছে?

প্রথমেই বলা যাক স্মার্টফোনটি ডিসপ্লের ব্যাপারে। স্মার্টফোনটির আপনি পেয়ে যাবেন  6.43-inch  AMOLED Display। সাথে থাকছে 90Hz Refresh Rate। প্রসেসর স্মার্টফোনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন Qualcomm Snapdragon 750G।

জানা যাক কেমন Camera রয়েছে স্মার্টফোনটিতে। এই স্মার্টফোনের ক্যামেরা সেটআপ এর কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন Pill-Shaped ট্রিপল Camera সেটআপ। যেখানে  64MP প্রাইমারি ক্যামেরা, 8MP Ultra-Wide Lens এবং 2MP Depth Sensor থাকছে।

জেনেনিন : iPadOS 15 এ কোন কোন গুরুত্বপূর্ণ ফিচারস পেতে চলেছি আমরা? এখুনি জেনেনিন

সিকিউরিটি সিস্টেমের কথা বলতে গেলে আপনি পেয়ে যাবেন Display Fingerprint এর সুবিধা। একই সাথে পাবেন 3.5mm Audio Jack। ফোনটির থিকনেস 7.9mm। 

কত দাম হতে চলেছে এই স্মার্টফোনটি?

এই স্মার্টফোনের প্রাইস আগেই লিক হয়েছিল। ভারতীয় মুদ্রায় OnePlus Nord CE 5G 8GB+128GB দাম হতে পারে 22,999 টাকা। 

কোন Card এ Discount রয়েছে?

আপনি যদি একজন HDFC Bank গ্রাহক হয়ে থাকেন তবে সে ক্ষেত্রে 1,000 টাকা আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে দিতে হবে 21,999 টাকা। অর্থাৎ আপনি পেয়ে যাচ্ছেন 10 শতাংশ ছাড়।

One plus Nord CE 5G কবে লঞ্চ হচ্ছে?

সামান্য কিছু দিনের অপেক্ষা। আর মাত্র 2 দিন পর অর্থাৎ June 10 তারিখেই লঞ্চ হয়ে যাচ্ছে এই স্মার্টফোনটি। লঞ্চের কিছুদিন পরেই গ্রাহকরা Amazon থেকে এই স্মার্টফোন কিনতে পারবেন।