সম্প্রতি OnePlus Nord 2 স্মার্টফোনটির বেশকিছু ফিচারস Leaked হয়ে গেল। 91মোবাইলস ও অনলিক্স এর সাহায্যে আমাদের সেগুলি অজানা নয়। দেখে নেওয়া যাক ইতিমধ্যে স্মার্টফোনটির ব্যাপারে আমরা কি জানতে পারছি।
OnePlus Nord 2 সম্বন্ধে কি জানা যাচ্ছে?
সংস্থা আমাদের এই স্মার্টফোনের মাধ্যমে দিতে চলেছে এক অসাধারণ চমক। এটিই হতে চলেছে OnePlus সংস্থার তরফ থেকে প্রথম স্মার্টফোন, যেটিতে থাকছে MediaTek Chipset। 5G সাপোটেড MediaTek Dimensity 1200 Chipset থাকছে এই স্মার্টফোনটি মধ্যে। যেটির Clock Speeds রয়েছে 3GHz পর্যন্ত।
OnePlus Nord 2 তে Camera হিসাবে পাবেন Triple Rear ক্যামেরা। যেখানে 50MP Primary Sensor, 8MP Wide-Angle লেন্স, এবং Macro অথবা Depth Sensor এর জন্য চিহ্নিত করা হয়েছে 2 MP ক্যামেরা। একই সঙ্গে দেখা যাচ্ছে স্মার্টফোনটিতে রয়েছে 32MP Front Camera। এর ফলে সহজেই সুন্দর ছবি আপনার গ্যালারিতে স্টোর করার সুযোগ পেয়ে যাবেন।
জানেন কি : Microsoft 22 লক্ষ টাকা পুরস্কার দিল এক ভারতীয় হ্যাকার কে, এই বিশেষ কাজটি করার জন্য
আরও একটি অসাধারণ চমক রাখছে সংস্থা, এই স্মার্টফোনটির ফ্রেমের ডানদিকে ইনক্লুড রয়েছে Alert Slider। জানা গেছে OnePlus 9 এর ডিজাইন এর সমতুল্য ডিজাইন এই স্মার্টফোনটির মধ্যে গ্রাহকরা দেখতে পাবেন।
স্মার্টফোনটির দাম এবং কবে আসছে ভারতে?
যদিও সংস্থার তরফ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে স্মার্টফোনটি Mid-July এর মধ্যে ভারতের বাজারে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনটির ভারতে দাম হতে পারে 25,000 থেকে 30,000 টাকার মধ্যে। উল্লেখিত স্মার্টফোনের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও অনুমান করা হচ্ছে স্মার্টফোনটি গ্রাহকদের মন জয় করবে। এখন দেখার বিষয় ঠিক কবে গ্রাহকরা এটি তাদের হাতের মুঠোয় পায়।