OnePlus Nord 2 এবং Poco F3 GT কোন স্মার্টফোনটি আপনার জন্য ভালো হবে? এদের স্পেসিফিকেশনস এবং দাম কেমন?

POCO F3 GT vs OnePlus Nord 2 5G ShresthoTech

আজকের আর্টিকেল আমরা OnePlus Nord 2 এবং Poco F3 GT স্মার্টফোনের তুলনামূলক আলোচনা করবো। একই সঙ্গে দেখে নেবো কোন স্মার্টফোনটি আপনার জন্য ভালো হবে।

OnePlus Nord 2 এবং Poco F3 GT স্পেসিফিকেশন্স

সর্বপ্রথম স্মার্টফোন দুটির ডিসপ্লে ব্যাপারে জেনে নেওয়া যাক। OnePlus Nord 2 5G স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 1080×2400 যুক্ত 6.43-Inch Fluid AMOLED Touchscreen Display। একই সাথে পাবেন 90Hz Refresh Rate। অপরদিকে, Poco F3 GT স্মার্টফোনের মধ্যে রয়েছে 2400×1080 রেজুলেশন যুক্ত 6.6-Inch FHD+ AMOLED Display। এছাড়াও পাবেন 120 Hz Refresh Rate।

এবার আসা যাক প্রসেসর এর ব্যাপারে। OnePlus Nord 2 5G তে আপনি পাবেন Octa Core MediaTek Dimensity 1200 5G Processor। অন্যদিকে, Poco F3 GT স্মার্টফোনেও আপনি পেয়ে যাবেন Octa-Core MediaTek Dimensity 1200 SoC।

ক্যামেরা স্মার্টফোনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। OnePlus Nord 2 5G স্মার্টফোনটিতে থাকছে 50-Megapixel Primary ক্যামেরা, 8-Megapixel Ultra-Wide lens এবং 2-Megapixel Depth Sensor এ ট্রিপল Camera সেটআপ এবং 32 MP Front Camera। 

একই ভাবে Poco F3 GT স্মার্টফোনটির মধ্যেও থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে আপনি 64-Megapixel Primary Sensor, 8-Megapixel Ultra-Wide Shooter এবং 2-Megapixel Macro Shooter পেয়ে যাবেন। একই সঙ্গে Selfie তোলার জন্য পেয়ে যাবেন 16-Megapixel Front Camera।

জেনেনিন : SBI ATM কার্ড হারিয়ে গেলে এইভাবে সহজেই Deactivate করুন, অবশ্যই জেনেনিন

অবশেষে আমরা জেনে নেবো স্মার্টফোনের ব্যাটারি সম্পর্কে। OnePlus Nord 2 5G থাকছে 4500 mAh ব্যাটারি এবং 65W ফাস্ট চার্জিং এর সুবিধা।Poco F3 GT স্মার্টফোনের মধ্যে রয়েছে 5065 mAh Battery এবং 67W ফাস্ট চার্জিং এর সুবিধা। 

সিকিউরিটি সিস্টেমের কথা বলতে গেলে OnePlus Nord 2 5G স্মার্টফোনটিতে আপনি পাবেন Under Display Optical Fingerprint। অন্যদিকে Poco F3 GT স্মার্টফোনটিতে রয়েছে Side-mountend Fingerprint এর সুবিধা। এবার আমরা স্মার্ট ফোন দুটির দামের ব্যাপারে জেনে নেবো।

OnePlus Nord 2 এবং Poco F3 GT দাম কত?

ভারতীয় মুদ্রায়  OnePlus Nord 2 5G স্মার্টফোনের 6GB+128GB দাম 27,999 টাকা এবং 8GB+128GB দাম 29,999 টাকা। এছাড়াও এর অন্য একটি ভেরিয়েন্ট 12GB+256GB দাম 34,999 টাকা রাখা হয়েছে।

জেনেনিন : Ola Electric Scooter সম্পর্কে এই বিষয় গুলি জানেন কি? থাকবে দারুন চমক

অপরদিকে Poco F3 GT স্মার্টফোনের Flipkart Site ভারতীয় মুদ্রায় 6GB + 128GB দাম রাখা হয়েছে 26,999, 8GB + 128GB এর দাম 28,999 এবং অন্য একটি ভেরিয়েন্ট 8GB RAM + 256 GB দাম রাখা হয়েছে 30,999 টাকা।

নিঃস্বন্দেহে, দুটি স্মার্টফোনেই দারুন স্পেসিফিকেশন্স রয়েছে। অভারঅল আপনি যদি একটি ভালো স্মার্টফোন চান তাহলে OnePlus Nord 2 5G আলনার জন্য দারুন হবে। তবে আপনি যদি গেমিং করেন খুব এবং ফিউচারিস্টিক ডিজাইন চান তাহলে Poco F3 GT আপনার দারুন লাগবে। 

কেমন লাগলো এই স্মার্টফোন দুটির স্পেসিফিকেশন্স আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না। এই দুটি স্মার্টফোনের মধ্যে আপনি কোনটি বেছে নেবেন? সেটাও আমাদের জানাবেন।