সমস্যা যেন OnePlus Nord 2-এর পিছু ছাড়ছে না। গত মাসে শুরু হয়ে গিয়েছিল এই স্মার্টফোনটি প্রথম সেল। 30,000 টাকার মধ্যেই এই স্মার্টফোনটি রীতিমতো প্রশংসা কুড়িয়েছিল সকলের। তবে একের পর এক সমস্যা এসে বিদ্ধ করেছে এই স্মার্টফোনটিকে। এবার শুভম শ্রীবাস্তব নামে একজন টুইটার ইউজার ক্লেইম করেছেন তার বাবার হাতে OnePlus Nord 2 ব্লাস্ট করেছে।
তিনি জানিয়েছিলেন যে তার বাবা একজন গভর্মেন্ট অফিসার। তিনি ভীতি প্রকাশ করেছেন যদি ব্যবহারের সময় এই স্মার্টফোন ফেটে যেত তাহলে রীতিমতো জীবন সংশয় ঘটতে পারত তার বাবার। তার পরবর্তীকালে তিনি সেই টুইটটি রিমুভও করে দেন কোনো এক অজ্ঞাত কারণে। তবে সেই টুইটের স্ক্রিনশট এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
এই সমস্যা OnePlus Nord 2-এর ক্ষেত্রে প্রথম নয়। এর আগেও আমরা দেখেছিলাম বেঙ্গালুরুর এক ব্যক্তি ক্লেইম করেছিলেন তার স্ত্রীর OnePlus Nord 2 ব্লাস্ট করেছিল। আর সেই স্মার্টফোন ছিল মাত্র 5 দিনের পুরনো। তিনি এটাও জানিয়েছিলেন যে এর ফলে তার স্ত্রী ট্রমায় চলে গেছেন। এই ঘটনার পর যা ছবি প্রকাশ পেয়েছিল তা থেকে দেখা গিয়েছিল সম্পূর্ণ ভাবেই পুড়ে গেছে OnePlus Nord 2 ডিভাইসের রিয়ার প্যানেল এবং ডিসপ্লে। ওয়ানপ্লাস সেই বিষয়ে খুব দ্রুত সমস্যা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তাদেরকে।
তবে এই রিসেন্ট ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত OnePlus-এর থেকে অফিশিয়ালি কোনরকম খবর প্রকাশ পায়নি। বিশেষ বিশেষ বিশেষ কিছু সূত্র থেকে জানা যাচ্ছে ওয়ানপ্লাস জানিয়েছে এই সমস্যাটা ঘটেছে এক্সটার্নাল ফোর্সের জন্যই। ডিভাইসের ইন্টার্নাল কোন সমস্যা ছিল না এটাই ক্লেইম করছে তারা।
আর তারই সাথে তারা এটাও জানাতে ভোলেননি তাদের কাস্টমারদের সেফটি নিশ্চিত করার জন্য তারা নানান রকম ভাবে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যায় তাদের ডিভাইসে। তবে তারা যাই বলুক না কেন, OnePlus Nord 2 দ্বিতীয়বার ব্লাস্ট হয়ে যাওয়ায় রীতিমতো উদ্বেগেই রয়েছেন এই স্মার্টফোনের ইউজাররা।